কলকাতা: লোকসভা ভোটে তৃণমূলকে ১২টি আসনে জেতানোর লক্ষ্য ছিল সিপিএমের, দাবি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমে জানান, এ রাজ্যে জেতার জায়গাতেই ছিল না সিপিএম। বরং ১২টি আসনে ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করেছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুকে পাল্টা একহাত নেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বলেন, তাহলে তো সিপিএমের শক্তির কথা মেনেই নিলেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারী বলেন, “২০২১ সালেও সিপিএম ৫৬টা আসনে ভোট কেটে জিতিয়েছে। ওরা হিন্দু ভোট কাটে, বেকারদের ভোট ভাগ করে। সকলে তো এবার চোখের সামনে দেখছে ১২টা আসন গিয়েছে। সিপিএমের এজেন্ডা ছিল, সেই এজেন্ডা অনুযায়ী তারা সফল। সায়ন, সুজন, সৃজন, সব্যসাচী দল বেঁধে দাঁড়িয়ে পড়েছিল।”
এ বিষয়ে মহম্মদ সেলিম বলেন, “গোটা দেশে বিজেপি যে ৪০০ পার করতে পারল না, সেটাও আমাদের জন্য। আমরা তাতে গর্বিত। বলুক না সাহস থাকলে। আমাদের জন্য হেরে গেল বলছে মানে আমাদের শক্তি আছে মানুক সেটা। এই তো এতদিন প্রচার করেছে সিপিএমকে ভোট দিয়ে লাভ কী?”
সেলিমের দাবি, “রাজ্যে তৃণমূলের এত হম্বিতম্বি শুভেন্দুর জন্যই। ও এখন বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে। অধীরবাবু হেরেছেন বিজেপি ভোট কেটেছে বলে, মহম্মদ সেলিম হেরেছে বিজেপি ভোট কেটেছে বলে।”