Suvendu Adhikari: ‘অসভ্যতামোর একটা সীমা আছে’, হঠাৎ কার উপর রেগে গেলেন শুভেন্দু?

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jun 20, 2024 | 6:53 PM

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বিধানসভায় গেটের থেকে কিছুটা দূরে গাড়ি থেকে নামেন। ফলে তিনি ইলেকট্রনিক বার পেরিয়ে বিধানসভায় প্রবেশের আগে কিছুটা সময় পাওয়া যায়। কিন্তু তবু বারটি না তুলে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ।

Suvendu Adhikari: অসভ্যতামোর একটা সীমা আছে, হঠাৎ কার উপর রেগে গেলেন শুভেন্দু?
বিধানসভায় শুভেন্দু অধিকারী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিধানসভা ঢুকতে গিয়ে প্রবেশদ্বারে বাধার অভিযোগ। ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় ঢুকছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় বিধানসভায় প্রবেশদ্বারে বসানো ইলেকট্রনিক বার তোলা হয়নি বলে অভিযোগ। তাতেই ক্ষুব্ধ হন শুভেন্দু।

শুভেন্দু অধিকারীর দাবি, তিনি ঢোকার সময় বার তোলার জন্য এক মিনিট সময় পাওয়া যায়। কিন্তু তারপরও তোলা হয়নি। বরং অল্প সময় অপেক্ষা করতে হয় বিরোধী দলনেতাকে। যদিও যিনি এই বারটি তোলার দায়িত্বে তিনি বলেন, এক সেকেন্ড দেরি হয়েছে। শুভেন্দুকে বলতে শোনা যায়, “অসভ্যতামোর একটা সীমা আছে।”

শুভেন্দু অধিকারী বিধানসভায় গেটের থেকে কিছুটা দূরে গাড়ি থেকে নামেন। ফলে তিনি ইলেকট্রনিক বার পেরিয়ে বিধানসভায় প্রবেশের আগে কিছুটা সময় পাওয়া যায়। কিন্তু তবু বারটি না তুলে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ।

এরপরই দেখা যায়, প্রবেশদ্বার বা গেটের পাশে থাকা নিরাপত্তা রক্ষীদের ঘরে ঢুকে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি নিরাপত্তা রক্ষীদের বলেন। সেই কথোপকথনের সময় শুভেন্দু অধিকারী দাবি করেন যে, ওই নিরাপত্তা রক্ষীরা তাঁকে দুঃখিত বলার পরিবর্তে বলেন, ‘আপনাকে তো ১৫ সেকেন্ড দাঁড়াতে হয়েছে।’ এরপরই শুভেন্দু অধিকারী বলেন, আপনারা তো ট্যাক্সের টাকায় মাইনে পান। তৃণমূল আপনাদের মাইনে দেয় না। এরপরে বিধানসভার নিরাপত্তা রক্ষীরা স্পিকারের কাছে গিয়ে বিষয়টি জানান।

Next Article