কলকাতা: রবিবারের ঘটনার পর থেকেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। অভিযোগ দায়ের হয়েছে থানায়। তবে সিপিএম নেতা বারবার বলেছেন, তিনি ইয়ার্কি করেন। এবং তাঁর চেনা পরিচিত সকল সাংবাদিকদের সঙ্গেই তিনি হাসিঠাট্টা করে থাকেন। তবে কোলে বসে পড়ার ঘটনা অস্বীকার করেছেন তিনি। তবে সোমবার কার্যত নিস্তেজ দেখাল এই বাম নেতাকে। উত্তর দিলেন অনেকটা সাবধানীভাবে। এমনকী নিগৃহীতা সাংবাদিককে প্রথমে ‘মেয়েটি’ বলে সম্বোধন করেও পরে ক্ষমা চেয়ে বলেন ‘ভদ্র মহিলা’…
গতকাল থেকেই সিপিএম নেতা বলে এসেছিলেন অভিযোগকারিনী মহিলা এর আগে একাধিকবার তাঁর বাড়ি গিয়েছেন। ওঁর সঙ্গে ঠাট্টা-মজাও করেছেন তিনি। তবে গতকাল কী এমন ঘটে গেল তা এখনও অধরা তন্ময়ের কাছে। তবে কি এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি? সাংবাদিক বৈঠকে সে যুক্তি যদিও উড়িয়ে দেননি তিনি।
এ দিন তন্ময়বাবু বলেন, “কমপক্ষে পনেরো বার উনি আমার বাড়িতে এসেছেন। আমার স্ত্রী ঘরে আছেন,বড় বৌদি ঘরে আছে আমার পরিবারের প্রতিটি সদস্য তাঁকে চেনেন।” একই সঙ্গে সংযোজন করে বলেন, ” আমাদের বাড়িতে চা বেশি খাওয়া হয়। যে সাংবাদিকই বাড়িতে এসেছেন বিশেষ করে যাকে তুই করে বলি,এই ভদ্রমহিলাকে তুই করেই বলতাম এরপর আপনি করে বলব। যে যখন এসেছে তাঁকেই জিজ্ঞাসা করেছি চা খাবে কি না।”
অর্থাৎ কথা বলার ক্ষেত্রেও একটু সাবধানী হতে দেখা গেল বাম নেতাকে। এ দিন তিনি এও বলেন, “আমি বরাবরই ওকে তুই করে বলতাম। কুড়ি একুশের বাচ্চা মেয়ে তুই ছাড়া কী বলব।” তবে এবার থেকে যে আরও সাবধানী হবে সে কথাও বারবার বলে বুঝিয়ে দিলেন বাম নেতা।