কলকাতা: আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে এল বদল। সময় বদলানোর নির্দেশিকা দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। আগামী ২৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই সঙ্গেই সেমিস্টার টু-এর পরীক্ষাও শুরু হবে। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা সেমিস্টার ২-এর পরীক্ষা দেবে। সেই পরীক্ষার সময় বদলে দেওয়া হল। দুপুর ৩টে থেকে সেই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেই সময় বদলে দুপুর ২টো করে দেওয়া হয়েছে। পরীক্ষা চলবে বিকেল ৪টে পর্যন্ত।
প্রথমার্ধে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও দ্বিতীয়ার্ধে সেমিস্টার ২-এর পরীক্ষা। দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত উচ্চ মাধ্যমিক চলবে। সংসদের তরফ থেকে আরও জানানো হয়েছে যে গান ও ভিজুয়াল আর্টের পরীক্ষা হবে দুপুর ২ টো থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত।
চলতি বছরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেশ কিছু বদল আনা হয়েছে। চলতি বছর থেকেই সেই পরিবর্তিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। একাদশ শ্রেণিতে হবে দুটি সেমেস্টার ও দ্বাদশ শ্রেণিতে হবে দুটি সেমেস্টার। দু বছরে মোট চারবার পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।
পরীক্ষাগুলিতে যা নম্বর পাবেন পরীক্ষার্থীরা, সেটা যোগ করে প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফল। এর ফলে পরীক্ষার্থীদের সুবিধা হবে বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ।