Durga Puja 2022: পুজোর আনন্দে মাতোয়ারা বাংলা, পঞ্চমীতেই জনস্রোত কলকাতা থেকে জেলা সর্বত্রই

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 30, 2022 | 9:42 PM

Durga Puja 2022: কলকাতা থেকে জেলা, পঞ্চমীতে দেখা গেল উপচে পড়া ভিড়ের ছবি। তাক লাগানো সব মণ্ডপে দেখা গেল জনজোয়ার।

1 / 8
মহালয়া থেকে কলকাতার একাধিক মণ্ডপে দেখতে পাওয়া গিয়েছিল জনজোয়ার। এবার কলকাতার পাশাপাশি জেলাতেও পঞ্চমীতে দেখা গেল উপচে পড়া ভিড়ের ছবি।

মহালয়া থেকে কলকাতার একাধিক মণ্ডপে দেখতে পাওয়া গিয়েছিল জনজোয়ার। এবার কলকাতার পাশাপাশি জেলাতেও পঞ্চমীতে দেখা গেল উপচে পড়া ভিড়ের ছবি।

2 / 8
উত্তর ২৪ পরগনার পানিহাটির উদয়ন সংঘের পুজোর ভাবনা যাত্রা পাড়া। উত্তর কলকাতার যাত্রা পাড়ায় যে চালচিত্র ছিল, সেই দৃশ্যই হুবহু ফুটে উঠেছে মণ্ডপে। চিৎপুর এলাকার ট্রাম, টানা রিক্সা, চায়ের দোকান, ব্যান্ড পার্টিদের আড্ডা, বিভিন্ন যাত্রা কোম্পানির অফিস এবং টিকিট কাউন্টারের ছবিও জায়গা পেয়েছে মণ্ডপে।

উত্তর ২৪ পরগনার পানিহাটির উদয়ন সংঘের পুজোর ভাবনা যাত্রা পাড়া। উত্তর কলকাতার যাত্রা পাড়ায় যে চালচিত্র ছিল, সেই দৃশ্যই হুবহু ফুটে উঠেছে মণ্ডপে। চিৎপুর এলাকার ট্রাম, টানা রিক্সা, চায়ের দোকান, ব্যান্ড পার্টিদের আড্ডা, বিভিন্ন যাত্রা কোম্পানির অফিস এবং টিকিট কাউন্টারের ছবিও জায়গা পেয়েছে মণ্ডপে।

3 / 8
পশ্চিম মেদিনীপুরের গোপসাই লালসাগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এই বৎসর ১৩ বছরে পা দিল। এ বারের থিম সাত পাকে বাঁধা।

পশ্চিম মেদিনীপুরের গোপসাই লালসাগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এই বৎসর ১৩ বছরে পা দিল। এ বারের থিম সাত পাকে বাঁধা।

4 / 8
পঞ্চমীতে জনজোয়ার দেখতে পাওয়া গেল কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে। দিল্লির লালকেল্লার আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ।

পঞ্চমীতে জনজোয়ার দেখতে পাওয়া গেল কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে। দিল্লির লালকেল্লার আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ।

5 / 8
মহালয়া থেকে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছিল শ্রীভূমি স্পোটিং ক্লাবে।

মহালয়া থেকে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছিল শ্রীভূমি স্পোটিং ক্লাবে।

6 / 8
পঞ্চমীতেও শ্রীভূমিতে দেখা গেল চেনা ছবি। এবার শ্রীভূমির মণ্ডপ তৈরি হয়েছে ভ্যাটিক্যান সিটির আদলে।

পঞ্চমীতেও শ্রীভূমিতে দেখা গেল চেনা ছবি। এবার শ্রীভূমির মণ্ডপ তৈরি হয়েছে ভ্যাটিক্যান সিটির আদলে।

7 / 8
বাঁকুড়া সিনেমা রোড সার্বজনীনের দুর্গাপুজার এবার ২৮তম বছর। মণ্ডপের থিম নস্টালজিয়া। গোটা মন্ডপ তৈরি করা হয়েছে একটি রাজবাড়ির আদলে।

বাঁকুড়া সিনেমা রোড সার্বজনীনের দুর্গাপুজার এবার ২৮তম বছর। মণ্ডপের থিম নস্টালজিয়া। গোটা মন্ডপ তৈরি করা হয়েছে একটি রাজবাড়ির আদলে।

8 / 8
বাঁকুড়া জেলার অন্যতম নজরকাড়া পুজো ইঁদারাগোড়া হরেশ্বর মেলা সর্বজনীন এবার ১৯তম বছরে পা দিল। চলতি বছর এই পুজোর থিম সোনার বাংলা।

বাঁকুড়া জেলার অন্যতম নজরকাড়া পুজো ইঁদারাগোড়া হরেশ্বর মেলা সর্বজনীন এবার ১৯তম বছরে পা দিল। চলতি বছর এই পুজোর থিম সোনার বাংলা।

Next Photo Gallery