কলকাতা: এর আগে শাহজাহান শেখের গায়ে হাত দিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। তবে তাতে প্রভাব কমেনি শাহজাহানের। তবে এবার কেন্দ্রীয় সংস্থা ও কেন্দ্রীয় বাহিনীকে আক্রান্ত হতে হল তাঁর এলাকায় গিয়েই। ইডি-র মতো সংস্থার অফিসারদের মাথা ফাটল অনুগামীদের আক্রমণে। ভেঙে চুরমার করে দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। এবার এই ঘটনার রিপোর্ট যাচ্ছে দিল্লিতে। ইডি ও সিআরপিএফ উভয়েই এই ঘটনার রিপোর্ট দেবে উর্ধ্বতন কর্তৃপক্ষে কাছে। এদিকে, ঘটনার পর গোটা সন্দেশখালি কার্যত ঘিরে ফেলছে কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এই ঘটনা সম্পর্কিত রিপোর্ট পাঠানো হচ্ছে সিআরপিএফ-এর তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ইতিমধ্যেই জানিয়েছেন, এই ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। বারবার কেন বাংলায় এমন ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শুধু সিআরপিএফ নয়, রিপোর্ট দিচ্ছে ইডি-ও। ইতিমধ্যেই তারা জোনাল ডিরেক্টরের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছে স্পেশাল ডিরেক্টরও। সূত্রের খবর, আক্রান্ত ইডি আধিকারিকরা হামলার ঘটনার বিস্তারিত রিপোর্ট পাঠাবেন দিল্লির সদর দফতরে। হামলার ঘটনার কথা ইডি আদালতেও জানাবে।
উল্লেখ্য, দুর্নীতির তদন্তে নেমে আক্রান্ত হতে হয়েছে ইডি-কে। শেখ শাহজাহানের বাড়িতে যখন তারা যায়, তখন একদল লোক এসে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আক্রমণের মাত্রা এতটাই বেশি ছিল যে আঘাতে মাথা ফেটে যায় দুই আধিকারিকের। বহু লোক এক জায়গায় জড় হয়েছিল, যাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন মহিলারা। সিআরপিএফ জওয়ানদের পর্যন্ত তোয়াক্কা করেনি ওই সব লোকজন। আহত আধিকারিককে সল্টলেকের হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।