হাতে মাত্র ২৪ ঘণ্টা! মিলল না অ্যাডমিট কার্ড, উপাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Jul 28, 2021 | 4:35 PM

Calcutta University: পড়ুয়াদের অভিযোগ, অতিমারীর জেরে  অনলাইনেই হচ্ছে পরীক্ষা। কিন্তু, পরীক্ষার ফর্ম ফিলাপ করা হলেও অ্যাডমিট কার্ড পাননি অধিকাংশ পড়ুয়া।

হাতে মাত্র ২৪ ঘণ্টা! মিলল না অ্যাডমিট কার্ড, উপাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের
ফাইল ছবি

Follow Us

কলকাতা: হাতে মাত্র একদিন। কিন্তু, স্নাতকস্তরের পরীক্ষার একদিন আগেই মিলল না অ্যাডমিট কার্ড। কিছু পড়ুয়া অ্যাডমিট কার্ড পেলেও সেসবই ত্রুটিপূর্ণ। অতিমারীর জেরে এমনিতেই বদল হয়েছে পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নে। অনলাইনেই হচ্ছে পরীক্ষা। কিন্তু, পরীক্ষা দেওয়ার আগেরদিনও এসে পৌঁছল না অ্যাডমিট কার্ড। ঘটনাকে কেন্দ্র করেই ফের উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) কলেজস্ট্রিট ক্য়াম্পাস চত্বর।

পড়ুয়াদের অভিযোগ, অতিমারীর জেরে  অনলাইনেই হচ্ছে পরীক্ষা। কিন্তু, পরীক্ষার ফর্ম ফিলাপ করা হলেও অ্যাডমিট কার্ড পাননি অধিকাংশ পড়ুয়া। অথচ, অ্যাডমিট ছাড়া পরীক্ষায় বসতেও পারবেন না। এদিকে, হাতে সময় মাত্র একদিন। কিছু জন যাঁরা অ্যাডমিট কার্ড পেয়েছেন সেসব ভুলে ভরা বলেই অভিযোগ পড়ুয়াদের। ফলে বাধ্য হয়েই বিশ্ববিদ্যালয়ের (CU) ক্য়াম্পাসের বাইরেই সকাল আটটা থেকে এদিন জমায়েত করতে শুরু করেন পড়ুয়ারা। কিন্তু, বেলা দুটো বাজলেও অভিযোগ, পড়ুয়াদের সমস্যার কোনও সমাধান হয়নি। বাধ্য হয়েই এদিন উপাচার্য সোনালি চক্রবর্তীর গাড়ি আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। অবশেষে, কড়া পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে প্রবেশ করেন উপাচার্য।

ঘটনাস্থলে উপস্থিত বিক্ষোভরত এক পড়ুয়ার অভিভাবকের কথায়, “সকাল আটটা থেকে আমার মেয়েটা এসে দাঁড়িয়ে রয়েছে। গেট বন্ধ করে রেখে দিয়েছে। সকলে মিলে বললেও গেট খোলেনি। বাধ্য হয়েই এইভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে সকলে।” বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সূত্রে খবর, পড়ুয়াদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের সমস্যা খতিয়ে দেখা হবে। অ্যাডমিট জনিত সমস্য়াটিও কত দ্রুত সমাধান করা যায় সেটাও দেখা হচ্ছে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এই প্রথম নয়, কিছুদিন আগেও রেজিস্ট্রেশন, ফর্ম ভরা, পরীক্ষা ইত্যাদি বিষয়ে জটিলতার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর। কিছুদিন আগেই মাইগ্রেশন সার্টিফিকেট নিতে এসে বিশ্ববিদ্যালয়ের একটি গেট ভেঙে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। সে বার,  বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি, হাতাহাতিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দফতরেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ক্যাম্পাসের নিরাপত্তা ‘আঁটসাঁট’ করতে বহাল করা হয় বিশেষ রক্ষীদেরও। যা নিয়ে সমালোচনার মুখে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়। ফের, পরীক্ষা সংক্রান্ত জটিলতার জেরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস চত্বর। আরও পড়ুন: Exclusive Manoj Jha: মমতা বড় নাম, তবে মুখের রাজনীতি চান না আরজেডি-র ‘ভাইরাল সাংসদ’ মনোজ ঝাঁ

Next Article