কলকাতা: চলচ্চিত্র উৎসবের পর এবার রাজ্যের সঙ্গীত মেলায় স্বজনপোষণের অভিযোগ বিজেপির। রাজ্য সঙ্গীত মেলার পাল্টা এবার বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসব। ‘কালচারাল অ্যান্ড লিটেরারি ফোরাম অব বেঙ্গল’-এর ব্যানারে এই উৎসব হচ্ছে। উৎসবের ‘সহযোগিতায়’ শুভেন্দু অধিকারী। প্রিন্সেপ ঘাটে ২০ জানুয়ারি এই বঙ্গ সঙ্গীত উৎসব। বিজেপির বক্তব্য, এই অনুষ্ঠানে সুযোগ পাবেন সকলে। বাংলার লোকগান থেকে ছৌনাচ, সকল শিল্পীই এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে দাবি করেছে বিজেপি।
অংশ নেবেন পূর্ণদাস বাউল, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সঙ্গীতশিল্পী। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা কালচারাল অ্যান্ড লিটেরারি ফোরাম অব বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০ জানুয়ারি ২০২৪ একদিনের বঙ্গ সঙ্গীত উৎসব হবে। পাহাড় থেকে সাগর, যে শিল্পীরা পশ্চিমবঙ্গ সরকারের স্বজনপোষণের কারণে সুযোগ পান না, তাঁদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করব।”
এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “যে কোনও মেলা হতেই পারে। যে কেউ তার আয়োজনও করতেই পারে। অসুবিধার তো কিছু নেই।” অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “বিজেপির গীতাপাঠ মেলা আর তৃণমূলের তো চণ্ডীপাঠ মেলা হবে। এদের আবার হঠাৎ কীসের গানের মেলা? জানি না শুভেন্দু অধিকারীরা গান গাইবেন কি না। হতে পারে। এদিকে কুণাল ঘোষরা গান গাইবেন। ওদিকে কুণাল ঘোষরা গান গাইবেন। আর মানুষের যা সর্বনাশ হওয়ার হবে।” যদিও এ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। পেলেই তা যুক্ত করা হবে এই প্রতিবেদনে।