CV Ananda Bose: উপাচার্য নিয়োগ নিয়ে শনিবার বৈঠক ডাকলেন আচার্য বোস

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Apr 19, 2024 | 8:54 PM

VC: স্থায়ী উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজভবন ও নবান্নের বহুদিন ধরেই বিবাদ চলছে। বিবাদ এতটাই চরমে যায় যে সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়ায়। জটিলতা কাটাতে মধ্যস্থতায় নামতে হয় দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকেও। রাজ্যের তালিকা থেকে দ্রুত ৬ জন উপাচার্য নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ।

CV Ananda Bose: উপাচার্য নিয়োগ নিয়ে শনিবার বৈঠক ডাকলেন আচার্য বোস
রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ভোটের তাপে ফুটছে বাংলা। আর এরইমধ্যে আরও এক ‘জ্বলন্ত ইস্যু’ হল বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ। শনিবার এই সংক্রান্ত বিষয়ে বিশেষ বৈঠকে বসছেন রাজ্যপাল তথা সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানির সঙ্গে বৈঠকের পরই শনিবার উপাচার্য নিয়োগ নিয়ে বৈঠক ডেকেছেন বোস।

স্থায়ী উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজভবন ও নবান্নের বহুদিন ধরেই বিবাদ চলছে। বিবাদ এতটাই চরমে যায় যে সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়ায়। জটিলতা কাটাতে মধ্যস্থতায় নামতে হয় দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকেও। রাজ্যের তালিকা থেকে দ্রুত ৬ জন উপাচার্য নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। এক সপ্তাহের সময় সীমা বেধে দেয় আদালত।

এই খবরটিও পড়ুন

উপাচার্য হিসাবে নিয়োগের জন্য সরকার প্রস্তাবিত ৩১ জন অধ্যাপকের তালিকার মধ্যে আচার্য তথা রাজ্যপাল ৬ নাম গ্রহণ করেছেন। বাকি নামে অনুমোদন মেলেনি বলেই রাজভবন সূত্রে খবর। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘৬ দিয়ে শুরু। নিশ্চিতভাবে ৩১য়ে থামবে। আশা করি সুপ্রিম কোর্টের নির্দেশ রাজভবনের অন্দরে শুভ বোধের জাগরণ ঘটাবে।’

Next Article