CV Ananda Bose: কবে শপথ নেবেন নতুন রাজ্যপাল? দুটো তারিখ নিয়ে চলছে আলোচনা

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Nov 20, 2022 | 12:13 PM

CV Ananda Bose: বোস পদবী শুনে বাঙালি বলে ভুল করেছিলেন মমতা। এ রাজ্যে সরকারের সঙ্গে হাত মিলিয়ে সংবিধান মেনে কাজ করতে তৎপর সিভি আনন্দ বোস।

CV Ananda Bose: কবে শপথ নেবেন নতুন রাজ্যপাল? দুটো তারিখ নিয়ে চলছে আলোচনা
সিভি আনন্দ বোস

Follow Us

কলকাতা : নতুন তথা স্থায়ী রাজ্যপালের (Governor) নাম ঘোষণা হয়েছে। তাঁর এই পদ গ্রহণ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সূত্রের খবর, চলতি মাসেই শপথ গ্রহণ করবেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সূত্রের খবর, ২৩ নভেম্বরের পর যে কোনও একটি দিন স্থির করার কথা বলেছেন তিনি। গত কয়েক মাস ধরে রাজ্যে অস্থায়ী রাজ্যপাল হিসেবে ছিলেন লা গণেশন। এবার স্থায়ী রাজ্যপাল হিসেবে আসছেন সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে তাঁর। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে আগামিদিনে মানুষের স্বার্থে কাজ করতে চান তিনি।

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে সিভি আনন্দ বোসের কাছে শপথের দিন জানতে চাওয়া হয়েছিল। তিনি জানিয়েছেন, ২৩ নভেম্বরের পর একটি দিন স্থির করতে চান তিনি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে অর্থাৎ ২৫ অথবা ২৬ নভেম্বর তিনি রাজ্যপাল পদে শপথ নেবেন।

শুক্রবারই সিভি আনন্দ বোসের সঙ্গে ফোনে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় মিনিট দশেক কথা হয় দুজনের। নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানান মমতা। জানা যাচ্ছে, নতুন রাজ্যপালের পদবি (বোস) শুনে প্রথমে তাঁকে বাঙালি ভেবেছিলেন মুখ্যমন্ত্রী। পরে কথা বলতে গিয়ে জানতে পারেন সিভি আনন্দ বোস কেরলের বাসিন্দা, বাঙালি নন। মমতার সঙ্গে নব নির্বাচিত রাজ্যপালের এই কথোপকথন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে, টিভি নাইন বাংলায় একান্ত সাক্ষাৎকারে সিভি আনন্দ বোস বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। দায়িত্ববান রাজ্যপাল হিসেবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কাজ। রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি ভাবিত নই।” তিনি সংবিধান মেনেই কাজ করবেন বলে বুঝিয়ে দিয়েছেন।

রাজ্যপালের পদ সাংবিধানিক। তিনি রাজনীতির উর্ধ্বে থেকেই কাজ করেন। তবে এ রাজ্যে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন বারবার সরকারের সঙ্গে সংঘাতের ছবি দেখা গিয়েছে।

Next Article