অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হয়েছেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। অতীতে জগদীপ ধনখড় যখন বাংলার রাজ্যপাল ছিলেন, তখন বার বার নবান্ন-রাজভবন সংঘাতের বাতাবরণ প্রকাশ্যে এসেছিল। কিন্তু পরবর্তী সময়ে লা গণেশন যখন অতিরিক্ত দায়িত্বে ছিলেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে লা গণেশনের মধ্যে বেশ ভাল সম্পর্ক ছিল। নতুন রাজ্যপাল কী ভাবছেন মমতাকে নিয়ে? টিভি নাইন বাংলায় এক একান্ত সাক্ষাৎকারে সিভি আনন্দ বোস বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। দায়িত্ববান রাজ্যপাল হিসেবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কাজ। রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আমি ভাবিত নই।”
নতুন রাজ্যপাল আরও বললেন, “সংবিধান অনুযায়ী একজন রাজ্যপালকে যেভাবে কাজ করা উচিত, আমি সেইমতো কাজ করব। আমি নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ দিক থেকে সবকিছু বিবেচনা করব। রাজ্যের বিভিন্ন দিকগুলি বিবেচনা করব।” সিভি আনন্দ বোস এদিন টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বার বার বুঝিয়ে দিলেন, তিনি সংবিধান মেনেই কাজ করবেন। সঙ্গে এটিও বুঝিয়ে দিলেন, যে সংবিধান মেনে সব সমস্যার সমাধান করা যেতে পারে।
উল্লেখ্য, সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। অতীতে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগ তুলেছিল বিরোধীরা। একুশের বিধানসভা নির্বাচনের পরেও জেলায় জেলায় হিংসার অভিযোগ তুলেছে বিরোধী শিবির। সেই ঘটনার তদন্তও চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও রাজ্য পুলিশ। এমন এক পরিস্থিতিতে ফের রাজ্যে নির্বাচন। রাজ্য রাজনীতির বাতাবরণ ইতিমধ্যেই তপ্ত হতে শুরু করে দিয়েছে। চলছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। আর এমনই এক সময়ে দায়িত্ব পেলেন সিভি আনন্দ বোস। কী ভাবছেন তিনি? নতুন রাজ্যপাল অবশ্য বিষয়টি নিয়ে এখনই কোনও ‘জেনারেল স্টেটেমেন্ট’ দিতে চান না।
নতুন রাজ্যপাল বললেন, ” হিংসার মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না। হিংসায় মাধ্যমে কোনও উত্তর মেলে না। বলপ্রয়োগের মাধ্যমে কোনও সমাধান হয় না। গণতান্ত্রিক ব্যবস্থায় সংঘাতের বদলে ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। দ্বন্দ্ব যদি থাকে, সেই দ্বন্দ্ব মেটানোর উপায়ও আছে। আমার দৃষ্টিভঙ্গি হতে হবে সেই দ্বন্দ্বের সমাধানের দিকে।”