কলকাতা: অন্তর্বর্তী উপাচার্যরা চাইলেই সিন্ডিকেট, সেনেট কর্মসমিতির বৈঠক করতে পারেন। রাজ্যের অনুমতিকে তোয়াক্কা না করেই নির্দেশ রাজ্যপাল তথা সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোসের। গত কয়েকদিনে একাধিক বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট মিটিং বা কর্মসমিতির বৈঠক ডেকেও তা বাতিল করতে হয়েছে। সরকারের বক্তব্য, অস্থায়ী উপাচার্যরা এভাবে সিন্ডিকেট মিটিং বা কর্মসমিতির বৈঠক করলে তা নিয়ম বহির্ভূত পদক্ষেপ। এবার পাল্টা রাজভবন থেকে চিঠি গেল উপাচার্যদের কাছে। যার বিষয়বস্তু, সিন্ডিকেট সেনেট বৈঠক ডাকার এক্তিয়ার আছে উপাচার্যদের।
কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এর আগে একাধিকবার এই ধরনের বৈঠক ডেকেছে। যদিও পরবর্তীকালে তা বাতিলও করতে হয়েছে তাদের। উচ্চশিক্ষা দফতরের আপত্তি তাতে। সরকারের যুক্তি, স্থায়ী উপাচার্য ছাড়া এভাবে কর্মসমিতির বৈঠক ডাকা যায় না। বিকাশ ভবন থেকে পাঠানো হয়েছে চিঠিও।
তবে সেই আপত্তি উড়িয়ে রাজভবনের অনুমতিক্রমে কলকাতা বিশ্ববিদ্য়ালয় বৈঠক করে এবং বেশ কয়েকটি সিদ্ধান্ত পাশও করিয়ে নেয়। তাদের বক্তব্য, এভাবে বৈঠক না করা গেলে ছাত্রস্বার্থই ক্ষুণ্ণ হচ্ছে। এরইমধ্যে চিঠি দিলেন রাজ্যপাল। জানিয়ে দিলেন, বৈঠক করা যেতেই পারে। এতে কোনও সমস্যা নেই।