কলকাতা: ভয়ঙ্কর জালিয়াতির ফাঁদ। ডেটা এন্ট্রির কাজ করিয়ে বড় অঙ্কের টাকার প্রতারণা। রীতিমতো আইনি হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ। গুজরাট থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। শনিবার ধৃতদের বিধাননগর আদালতে তোলা হবে।
গত দেড় বছরের বেশি সময় ধরে করোনার সঙ্গে যুঝে চলেছে মানুষ। মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো। কাজ হারিয়েছেন বহু মানুষ। সংসার ও পেটের টানে বাধ্য হচ্ছেন যে কোনও রকম পেশাতেই ঢুকে পড়তে। মাস গেলে কিছু একটা হাতে আসবে, সেই আশায় যে কোনও ‘সংস্থা’তেই ঢুকে পড়ছেন মানুষ। এই সুযোগকে কাজে লাগিয়ে লোক ঠকানোর ফাঁদ পাতার ঘটনাও প্রতিনিয়ত শিরোনামে উঠে আসছে।
এরকমই অভিযোগ গুজরাটের বাসিন্দা চন্দন বাবুভাই লাঠিয়া ও ভাগানি চিন্তন নামে দুই যুবকের বিরুদ্ধে। তাঁদের গুজরাট থেকে গ্রেফতারও করেছে পুলিশ। মূলত সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে এই দু’জনের বিরুদ্ধে। ধৃতদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, তিনটি ডেবিট কার্ড এবং একটি আধার কার্ড উদ্ধার হয়েছে।
অভিযোগ, চন্দন ও ভাগানি অনলাইনে ডাটা এন্ট্রির কাজ করানোর জন্য বেশ কয়েকজনকে নিয়োগ করেন। তাঁদের দিয়ে কাজও করান। কিন্তু এরপরই ওই কর্মীদের নামে আইনি চিঠি আসে। যেখানে লেখা ছিল, ভুল ডাটা এন্ট্রির কারণে তাঁদের আর্থিক জরিমানা করা হচ্ছে। বিধাননগরের এক বাসিন্দার সঙ্গেও এই ঘটনা ঘটে। এরপর ওই আইনি চিঠি পরীক্ষা করে দেখেন সেটি ভুয়ো। তিনিই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। গত ১৬ জুলাই এই অভিযোগ দায়ের হয়।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এ ভাবেই লোকজনকে প্রতারণার ফাঁদে ফেলেন অভিযুক্তরা। প্রথমে কাজ করিয়ে টাকা দেন। পরে ভুয়ো আইনি চিঠি পাঠিয়ে মানুষকে ভয় দেখিয়ে তাঁদের থেকে দ্বিগুণ টাকা আদায় করেন। চন্দন বাবুভাই লাঠিয়া ও ভাগানি চিন্তনের খোঁজে গুজরাটে পৌঁছয় বিধাননগর থানার পুলিশ। গুজরাট পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার দু’জনকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিতে চায়। তাঁদের জেরা করে চাঞ্চল্যকর কোনও তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছে বিধাননগর পুলিশ। গত কয়েকদিনে সাইবার প্রতারণার ভুরি ভুরি অভিযোগ এসেছে সাইবার থানায়। কোভিড কালে ঘরে বসে কাজ করছেন মানুষ। বাড়ি থেকে কাজ মানেই অনলাইন নির্ভরতা বেড়েছে। সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে সাইবার ক্রিমিনালরা। সে কারণেই দিনকে দিন সাইবার ক্রাইম থানায় অভিওযোগের পাহাড় জমছে। আরও পড়ুন: ‘পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে মনোনয়ন দিলে ঠ্যাং ব্যাঁকা করে দেব’, প্রকাশ্যে হুমকি তৃণমূল বিধায়কের