School Students: কার ভুলে ‘উধাও’ হয়ে যাচ্ছে বাংলার পড়ুয়াদের টাকা! এবার আসরে সাইবার ক্রাইম

সুমন মহাপাত্র | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 07, 2024 | 5:23 PM

School Students: পূর্ব মেদিনীপুর, বর্ধমান সহ একাধিক জেলায় ট্যাব কেনার টাকা পাচ্ছে না স্কুল পড়ুয়ারা। অভিযোগ, অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা। কীভাবে টাকা চলে যাচ্ছে, সেটাই প্রশ্ন।

School Students: কার ভুলে উধাও হয়ে যাচ্ছে বাংলার পড়ুয়াদের টাকা! এবার আসরে সাইবার ক্রাইম
ফাইল ছবি
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: ট্যাব কেনার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার। তরুণের স্বপ্ন স্কিমে এই টাকা দেওয়া হয় দীর্ঘদিন ধরে। কিন্তু সম্প্রতি রাজ্যের একাধিক স্কুলে উঠছে এক অদ্ভুত অভিযোগ। পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকছে না টাকা! জেলাস্তরে অভিযোগ জানানো হলেও খুব একটা সুরাহা হয়নি। একাধিক স্কুলে একই অভিযোগ ওঠায় এবার নড়েচড়ে বসল শিক্ষা দফতর। স্কুলে স্কুলে খোঁজ নেওয়ার পাশাপাশি এবার আসরে নামানো হল সাইবার ক্রাইম শাখাকে।

পূর্ব মেদিনীপুর, বর্ধমান সহ একাধিক জেলায় ট্যাব কেনার টাকা পাচ্ছে না স্কুল পড়ুয়ারা। অভিযোগ, অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা। কীভাবে টাকা চলে যাচ্ছে, সেটাই প্রশ্ন। স্কুলের শিক্ষকরা বলছেন, যে পোর্টালে পড়ুয়াদের জন্য নাম নথিভুক্ত করা হয়, সেই পোর্টাল যথেষ্ট সুরক্ষিত নয়। সেই কারণেই এই ঘটনা ঘটছে।

তদন্তে নেমেছে রাজ্যের সাইবার ক্রাইম শাখা। এরই মধ্যে স্কুল পরিদর্শকদের ডেডলাইন দিল শিক্ষা দফতর। আগামী সোমবারের মধ্যে ট্যাবের টাকা ঢোকার সব তথ্য জানতে চায় বিকাশ ভবন। কতজনের অ্যাকাউন্টে সঠিক টাকা ঢুকেছে, স্কুল শিক্ষা দফতরকে সেই তথ্য দেবেন ডিআই-রা।

টাকা গোলমালের বিষয়টি খতিয়ে দেখছেন বিকাশ ভবনের উচ্চ পর্যায়ের কয়েকজন আধিকারিক। পুরোটাই সাইবার প্রতারণা? নাকি নিজেদের ভুল আছে, তা অভ্যন্তরীণ ভাবে খতিয়ে দেখছে স্কুল শিক্ষা দফতর।

 

Next Article