Cyber Crime: সাইবার জালিয়াতির নয়া ফাঁদ! সিমের পিছনের ২০ ডিজিট বেহাত হলেই সর্বনাশ

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Nov 03, 2023 | 4:53 PM

Cyber Crime: এবার লোক ঠকানোর কারবারের জন্য প্রতারকদের অস্ত্র সিম সোয়াপ। আধার কার্ড কিংবা ভোটার কার্ডের ছবি ব্যবহার করে ডুপ্লিকেট সিম জোগাড় করছে। এরপর সেই ডুপ্লিকেট সিম ব্যবহার করে ফোনের তথ্য চুরি করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

Cyber Crime: সাইবার জালিয়াতির নয়া ফাঁদ! সিমের পিছনের ২০ ডিজিট বেহাত হলেই সর্বনাশ
সাইবার প্রতারণা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আধার কার্ড থেকে তথ্য হাতিয়ে কীভাবে প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছিল, সেই সংক্রান্ত প্রতিবেদন আগেই লাগাতার প্রকাশ করেছে টিভি নাইন বাংলা। আর এরই মধ্যে নতুন প্রতারণার ছক সাইবার জালিয়াতদের (Cyber Crime)। এবার লোক ঠকানোর কারবারের জন্য প্রতারকদের অস্ত্র সিম সোয়াপ (Sim Swap)। আধার কার্ড কিংবা ভোটার কার্ডের ছবি ব্যবহার করে ডুপ্লিকেট সিম জোগাড় করছে। এরপর সেই ডুপ্লিকেট সিম ব্যবহার করে ফোনের তথ্য চুরি করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

কীভাবে চলছে এই প্রতারণার কারবার?

সিম সোয়াপ প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া। ধরুন, আপনার ফোনে একটি সিম চালু রয়েছে। এবার জালিয়াতরা অনেক সময় সার্ভিস প্রোভাইডারের নাম করে কিংবা অন্য কোনও ছলে ফোন করে সিমের পিছনে থাকা ২০ সংখ্যার নম্বর চেয়ে নিচ্ছে। যখনই প্রতারকরা ২০ ডিজিটের নম্বর পেয়ে যাচ্ছে তখনই তাঁরা আপনার সিমটিকে ডুপ্লিকেট করে নিতে পারছে। আবার অনেক সময় ভোটার কার্ড কিংবা আধার কার্ডের ছবি ব্যবহার করে ডুপ্লিকেট সিম তুলে নিচ্ছে বলে অভিযোগ।

যখনই প্রতারকদের কাছে ডুপ্লিকেট সিম অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তখন আপনার কাছে থাকা সিমটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। ফলে আপনার ফোনের ওই সিমে আর কোনও ওটিপি বা অন্য কোনও ফোন আপনার সিমে যাচ্ছে না। সব যাচ্ছে প্রতারকের কাছে থাকা ডুপ্লিকেট সিমে। এমন অবস্থায় তাই অচেনা নম্বর থেকে আসা ফোন না ধরার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।

সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায়ের কথায়, এসব ক্ষেত্রে যদি আপনার ফোনে থাকা অ্যাপগুলি অথেনটিকেশন এনেবল না করা থাকলে বড় সর্বনাশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই সেটিংস থেকে টু স্টেপ অথেনটিকেশন সবসময় এনেবল করে রাখার পরামর্শ দিচ্ছেন তিনি।

Next Article