Jyotipriya Mallick: আর ৪ দিন বাকি, তারপরই কী হবে বালুর? পারদ চড়ছে হেমন্তে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 03, 2023 | 4:42 PM

বালু বললেন, চারদিন পর সব প্রমাণ হবে। তিনি মুক্ত হবেন। নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। প্রশ্ন উঠছে, চারদিন পর কি তাহলে যা হওয়ার সব আদালতেই হবে? তিনি কি নতুন কোনও তথ্য তুলে ধরতে চলেছেন কোর্টে?

Jyotipriya Mallick: আর ৪ দিন বাকি,  তারপরই কী হবে বালুর? পারদ চড়ছে হেমন্তে
জ্যোতিপ্রিয় মল্লিক
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: গ্রেফতার হওয়ার পর মুখ খুলেছেন বনমন্ত্রী। তবে, অনেকটাই স্মিত। অভিযোগের সুর ছিল মলিন কণ্ঠে। কিন্তু আজ শুক্রবারের বারবেলায় সিজিওর বাইরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা গেল কার্যত রণংদেহি মেজাজে। তার সঙ্গে আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ীও। এ দিন জোর কণ্ঠে বললেন, বিজেপিকে দিয়ে ফাঁসানো হয়েছে তাঁকে। শুধু এখানেই থামলেন না, প্রথমবার তৃণমূল সুপ্রিমোর নেমড্রপ করে বললেন, “মমতাদি জানে, মমতাদি জানে ব্যাপারটা পুরোটাই জানে। জেনে রেখে দিন এর মধ্যে আমি মুক্ত হয়ে গিয়েছি। আমি চারদিন বাদে…।” একইসঙ্গে বালুর মুখে শোনা গেল, “৬ তারিখ…। আমি মমতা ব্যানার্জির সৈনিক জেনে রেখে দিন। আমি নির্দোষ প্রমাণ করে দেব।” এরপরই প্রশ্ন উঠছে কী হতে চলেছে চারদিন পর? কী হবে ৬ তারিখ?

রেশন দুর্নীতি মামলায় গত শুক্রবার গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অসুস্থ হয়ে সেদিন থেকেই হাসপাতালে ছিলেন। রবিবার রাতে হাসপাতাল থেকে ইডির হেফাজতে নিয়ে যাওয়া হয় বালুকে। সেদিন থেকে ১০ দিনের ইডি হেফাজতে তিনি। যার মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। ফের একবার আদালতে তোলা হবে তাঁকে। হিসাবমতো চারদিন পর আদালতে বালুকে তোলা হবে।

বালু বললেন, চারদিন পর সব প্রমাণ হবে। তিনি মুক্ত হবেন। নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। প্রশ্ন উঠছে, চারদিন পর কি তাহলে যা হওয়ার সব আদালতেই হবে? তিনি কি নতুন কোনও তথ্য তুলে ধরতে চলেছেন কোর্টে?

আরও একটি বিষয়। এদিন বারবার বালু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তিনি। তিনি দলের সঙ্গে আছেন। শুধু তাই নয়, “মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে” বলে বালু এদিন কী বোঝাতে চাইলেন তা নিয়েও নানা মহল নিজেদের মতো করে হিসাব কষছে। চারদিন পর তাঁর দলের তরফে নতুন কোনও বার্তা আসে কি না বা তিনি আদালতের সামনে কিছু বলেন কি না, সেটাও দেখার।