Weather Update: সাইক্লোন ‘ফেইঞ্জাল’ নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন, বাংলাতেও পড়ছে প্রভাব!

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 29, 2024 | 9:34 AM

Weather Update: সোয়েটার বের করার পরই হঠাৎ বেড়ে গিয়েছে তাপমাত্রা। বাংলা থেকে ঠাণ্ডার পথে কাঁটা হয়ে উঠেছে নিম্নচাপ। ২ দিনে একধাক্কায় ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতার।

Weather Update: সাইক্লোন ফেইঞ্জাল নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন, বাংলাতেও পড়ছে প্রভাব!
কী বলছে আবহাওয়া দফতর?
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: বঙ্গোপসাগরে দানা বাঁধছে আরও এক সাইক্লোন। এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতো আবহাওয়ার পরিবর্তনও হতে শুরু করেছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। তাপমাত্রার ওঠানামা বোঝা যাচ্ছিল। শুধু তাই নয়, দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে। এবার সেই সাইক্লোন ‘ফেইঞ্জল’ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল মৌসম ভবন।

নিম্নচাপের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আর নেই। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা তুলে নিল মৌসম ভবন। শক্তি হারাচ্ছে ফেইঞ্জল। গভীর নিম্নচাপ ঢুকবে তামিলনাড়ুর উপকূলে। এই অবস্থায় নিম্নচাপে সপ্তাহান্তে হালকা বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলার উপকূলে। শুক্রবার মৌসম ভবনের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, সোয়েটার বের করার পরই হঠাৎ বেড়ে গিয়েছে তাপমাত্রা। বাংলা থেকে ঠাণ্ডার পথে কাঁটা হয়ে উঠেছে নিম্নচাপ। ২ দিনে একধাক্কায় ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতার। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, আজ শুক্রবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।

ঠাণ্ডার আমেজ কমেছে জেলাতেও। দায়ী বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ। জলীয় বাষ্প ঢোকায় পারদপতনে বাধা পড়ছে। তবে ঠাণ্ডার আমেজ কমবে সাময়িকভাবে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Next Article