Cyclone Metro: সব স্তব্ধ করে ছাড়বে নাকি? মেট্রো স্টেশন তো পুকুর! ঠোক্কর খাচ্ছে পরিষেবা

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

May 27, 2024 | 11:21 AM

Metro: হাওয়া অফিসের যা আপডেট, তাতে ঘূর্ণিঝড়ের ধীর গতির কারণে সোমবার দিনভর ভুগতে হবে। আমপানের চেয়ে অনেক কম গতিতে সরছে রেমাল। রেমালের নিজস্ব গতিবেগ ঘণ্টায় মাত্র ১১ কিমি। স্থলভাগে আমপানের নিজস্ব গতিবেগ ছিল ২৮ কিমি প্রতি ঘণ্টা। সাগর থেকে দূরে না সরায় এখনও দাপট দেখাচ্ছে রেমাল। ল্যান্ডফলের পর সামান্য শক্তিক্ষয় রেমালের।

Cyclone Metro: সব স্তব্ধ করে ছাড়বে নাকি? মেট্রো স্টেশন তো পুকুর! ঠোক্কর খাচ্ছে পরিষেবা
মেট্রো স্টেশনও জলমগ্ন।
Image Credit source: Sujay Pal

Follow Us

কলকাতা: রাজপথে গাছ উপড়ে কার্যত বিধ্বস্ত কলকাতার বিভিন্ন পথ। সকাল থেকে রেল পরিষেবাও ঠোক্কর খাচ্ছে। জলপথের তো কথাই নেই! এমনকী ব্যাহত মেট্রো পরিষেবাও। সোমবার সকাল থেকে জল থই থই জনজীবন। মেট্রো ট্র্যাকে জল জমার কারণে ব্যাহত পরিষেবা। মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত।

হাওয়া অফিসের যা আপডেট, তাতে ঘূর্ণিঝড়ের ধীর গতির কারণে সোমবার দিনভর ভুগতে হবে। আমপানের চেয়ে অনেক কম গতিতে সরছে রেমাল। রেমালের নিজস্ব গতিবেগ ঘণ্টায় মাত্র ১১ কিমি। স্থলভাগে আমপানের নিজস্ব গতিবেগ ছিল ২৮ কিমি প্রতি ঘণ্টা। সাগর থেকে দূরে না সরায় এখনও দাপট দেখাচ্ছে রেমাল। ল্যান্ডফলের পর সামান্য শক্তিক্ষয় রেমালের।

রবিবার রাত সাড়ে ১২টার মধ্যে রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তবে সাড়ে ১০ ঘণ্টা পার হয়ে গেলেও দুর্যোগের মেঘ বাংলার আকাশ তথা উপকূলের আকাশ থেকে সরেনি। রেমাল যে গতিতে এগোচ্ছে সে গতি থাকলে মঙ্গলবারের আগে হাওয়া ঘোরার কোনও সম্ভাবনাই নেই।

Next Article
Cyclone REMAL: আগামী দু’দিনে কী হবে? হাওড়া-শিয়ালদা লাইনে ট্রেন চলাচল নিয়ে আজকে বড় ঘোষণা রেলের
Cyclone Remal: খুব ধীরে সরছে রেমাল, তীব্র ঘূর্ণিঝড় থেকে সবে এখন ঘূর্ণিঝড়! পিকচার অভি বাকি হ্যয়