কলকাতা: সোমবার, সপ্তাহের শুরু! কর্মদিবসের প্রথম দিন। মফ্ফস্বল থেকে শহরে আসার একমাত্র উপায় ট্রেন। আর ‘রেমালে’র জেরে সেই ট্রেন পরিষেবাতেই পড়েছিল কোপ। ঝড়়বৃষ্টিতেই লাইনে গাছ উপড়ে পড়লে ট্রেন চলাচল ব্যাহত হয়। আর এ তো ঘূর্ণিঝড়! রাতের ঘূর্ণিঝড় কত গাছ উপড়ে পড়েছে লাইনে, কোথায় তার ছিড়েছে, তা নিয়ে চিন্তায় নিত্যযাত্রীরা। আগে থেকেই বহু ট্রেন বাতিল রেখেছিল রেল। রবিবার রাতের দুর্যোগের পর কত দিন ট্রেন চলাচল ব্যাহত থাকবে? প্রশ্ন নিত্যযাত্রীদের। তবে সুখবর!
‘রেমাল’এর ধাক্কা সামলে শিয়ালদহ দক্ষিণ শাখায় চালু হল ট্রেন চলাচল। যে সব ট্রেন বাতিল করা হয়েছিল, সেগুলিও আর বাতিল থাকছে না। হাওড়া ও শিয়ালদহ শাখার সব ট্রেনেই অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে আজকের দিনেও। জানিয়ে দিল পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদা ও হাওড়া থেকে একে একে সব লোকার ট্রেন এবার ছাড়তে শুরু করল। স্বস্তিতে আম জনতা।
রেমাল নিয়ে আগাম সতর্কতা জারি করেছিল রেল ও বিমান কর্তৃপক্ষ। পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে নজর রেখেই পরবর্তী পদক্ষেপ করার কথা ঘোষণা করেছিল রেল। রবিবার রাত এগারোটার পর থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। রাতের দিকের ট্রেন বাতিল করা হয়েছিল। হাওড়া ও শিয়ালদা স্টেশনে মাইকিং করে বিষয়টি জানানো হচ্ছে।
শিয়ালদা থেকে ছেড়েছে নামখানা লোকাল-ক্যানিং লোকাল। রেমালের প্রভাব ট্রেন লাইনে পড়েনি। তাই পরিষেবা স্বাভাবিক রাখা হচ্ছে। এদিকে, কলকাতা বিমানবন্দরেও চালু হল পরিষেবা। ২১ ঘণ্টা বন্ধ থাকার চালু হয়েছে বিমান পরিষেবা। তবে মেট্রো চলাচল এখনও স্বাভাবিক নয়।