যে দিন সাইক্লোন ইয়াস আছড়ে পড়েছিল উপকূলে, তিন বছর পর ঠিক সে দিনই সাইক্লোন রেমাল আছড়ে পড়ার কথা। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, আগামী রবিবার অর্থাৎ ২৬ মে মধ্যরাতে বাংলা ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। তার জেরে একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি, প্রবল বেগে বইতে পারে ঝড়।
সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব ৩৩০ কিমি। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ৩৬০ কিমি।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল-এর জন্ম। ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। সাগর দ্বীপ থেকে রেমালের দূরত্ব ৩৫০ কিমি। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ৩৯০ কিমি। সবিস্তারে পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের জন্ম হল বঙ্গোপসাগরে, অক্ষরে অক্ষরে মিলছে পূর্বাভাস
রাজ্য পরিবহণ দফতরের নির্দেশে হাওড়া-কলকাতার মধ্যে ফেরি সার্ভিস বন্ধ রাখা হবে রবিবার এবং সোমবার। হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির চেয়ারম্যান বাপি মান্না জানিয়েছেন, এই দু’দিন কোনও লঞ্চ চলবে না। লঞ্চগুলিকে আর্মেনিয়ান ঘাট এবং হাওড়া ঘাটে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এমার্জেন্সি সার্ভিসে জন্য লঞ্চের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সোমবার পরিস্থিতির উন্নতি হলে ফের চালু হবে লঞ্চ পরিষেবা।
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ এদিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে। অনুমান এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।
হাওয়া অফিস বলছে, এই ঘূর্ণিঝড়ের উৎস চেন্নাই উপকূলীয় অঞ্চল থেকে ৭২০ কিলোমিটার দূরে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সংযোগস্থল। আবহাওয়াবিদরা বলছেন, ভারত মহাসাগরের একটা বড় অংশের তাপমাত্রা বেশি বেশি থাকার ফলেই এই ঝড়ের জন্ম। বিস্তারিত পড়ুন- ফোঁস করছে রেমাল, কলকাতায় জারি লাল সতর্কতা, ঠিক আর কতদূরে রয়েছে ঘূর্ণি-দানব?
কাকদ্বীপের হারুউড পয়েন্ট এলাকায় মুড়িগঙ্গা নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করতে বাড়ি বাড়ি যাচ্ছেন সুন্দরবন পুলিশের কর্তারা। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রামের পর গ্রামে গিয়ে মানুষজনকে স্থানীয় সাইক্লোন সেন্টার, স্কুল ভবন এবং উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন।
রেমাল ঘূর্ণিঝড় আসার আগে আজ বেলা বাড়ার পরই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। পূর্ণিমার কোটালের জেরে নদী ও সমুদ্রে জলস্তর বৃদ্ধি পেয়েছে। সাগর, নামখানা সহ উপকূল এলাকায় পুলিশের পক্ষ থেকে সতর্ক করে প্রচার চালানো হচ্ছে। ব্লকগুলিতে খোলা রয়েছে কন্ট্রোলরুম। মজুত রাখা হয়েছে ত্রাণ। কাকদ্বীপ মহকুমা প্রশাসন ভবনে রেমাল মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানা গিয়েছে। উপস্থিত থাকবেন জেলাশাসক সুমিত গুপ্ত, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। উপকূলের বাসিন্দাদের জন্য ফ্লাড সেন্টার ও স্কুলগুলি তৈরি রাখা হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে শনিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগের দুর্ভোগ শুরু হবে। আর হাওয়া অফিসের সেই পূর্বাভাস মিললে সময় অত্যন্ত কম। জানা যাচ্ছে, বর্তমানে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপে।
বিস্তারিত পড়ুন: Cyclone Remal Latest Update: সময় কমছে, বিকেলেই জন্ম হতে পারে রেমালের, আজ ঝড়-বৃষ্টি হবে কী?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। রবিবার মধ্য রাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সুন্দরবনের সবকটি উপকূল থানার পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। ছোট ভুটভুটি নিয়ে যারা মাছ ধরেন তাদেরকে সতর্ক করা হয়েছে।
বিস্তারিত পড়ুন: ১০০ কিমি বেগে বইবে ঝড়, ধেয়ে আসছে ‘রেমাল’, খেল শুরুর আগেই উপকূলে চলছে বিশেষ কাজ
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলার সুন্দরবনের সবকটি উপকূল থানার পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে। ছোট ভুটভুটি নিয়ে যাঁরা মাছ ধরেন, তাঁদেরকে সতর্ক করা হয়েছে। জলপথে পুলিশের পক্ষ থেকে মাইকিং চলছে। এছাড়া বকখালি, সাগর, ফ্রেজারগঞ্জ পর্যটনকেন্দ্রগুলিতে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। আতঙ্কে রয়েছে উপকূলবাসী।
ঘূর্ণিঝড় মোকাবিলায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বা কোস্ট গার্ডের ১০টি জাহাজ এবং দুটি ডর্নিয়ার বিমান বঙ্গোপসাগরে মোতায়েন করা হয়েছে। বিমান থেকে বাংলা ভাষায় পাইলটরা বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্ক করছেন।
তীব্র ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলের তরফে। রবিবার ২৬ মে হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২৬ মে বাতিল হয়েছে পাশকুড়া-দিঘা মেমু, পাশকুড়া-দিঘা ইএমইউ। ২৭ মে সোমবার দিঘা-পাশকুড়া ইএমইউ, দিঘা-পাশকুড়া মেমু বাতিল করা হয়েছে। সবিস্তারে পড়ুন: শনিবার থেকেই খেলা দেখাবে ‘রেমাল’, একের পর এক ট্রেন বাতিল শুরু
জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ ইতিমধ্যেই দুই রাজ্যের প্রশাসনকে সতর্কতামূলক নির্দেশিকা পাঠিয়েছে। শুক্রবার থেকেই রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়েছেন আইএএস আধিকারিকরা। বৃহস্পতিবারই আধিকারিকদের নিয়ে এই বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে নবান্নে।
শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে ক্যানিং থেকে ৬৭০ কিমি দূরে রয়েছে গভীর নিম্নচাপ।
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলা করতে হাওড়া পুরসভায় খোলা হল কন্ট্রোল রুম। ছুটি বাতিল করা হল বিপর্যয় মোকাবিলা ও নিকাশি বিভাগের কর্মীদের। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী রবিবার রাতে শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।
বিস্তারিত পড়ুন: খোলা হল কন্ট্রোলরুম, ‘রেমাল’-এর রাতে ছুটি নেই কর্মীদের
রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোকে সতর্ক করেছে আবহাওয়া দফতরের। শুক্রবার বিকেল থেকে আকাশের মুখ ভার হলদিয়া, নন্দকুমার এলাকায়। ইয়াস, আমপানের মতো ক্ষতির চেহারা মনে পড়ছে এলাকাবাসীর। সেই স্মৃতি ফিরে আসছে এলাকার মানুষের মনে।
সাগরে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাব কেমন পড়বে বাংলায়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে উপকূলের জেলাগুলিতে। সর্বশেষ যা আপডেট, তাতে রবিবার মাঝরাতেই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মাঝখানে কোথাও একটা ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় রেমালের। আবহাওয়াবিদদের মতে, আগামিকালই শক্তি বাড়িয়ে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার থেকেই বাংলার আকাশে তার প্রভাব দেখা যাবে।
বিস্তারিত পড়ুন: উঠবে ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা! কোথায় কেমন বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের কর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী ২৬ মে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে দুই ২৪ পরগনায়। ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়ায়। হুগলিতে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল, বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় হবে ভারী বৃষ্টি।
আগামী ২৬ মে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। জারি লাল সতর্কতা।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে। জারি কমলা সতর্কতা।
পূর্ব বর্ধমানে ও পশ্চিম মেদিনীপুরে হবে ভারী বৃষ্টি। জারি হলুদ সতর্কতা।
শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপই শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই মুহূর্তে ক্যানিং থেকে ৭১০ কিমি দূরে অবস্থান করছে ওই নিম্নচাপ।
হাওয়া অফিসের আপডেট বলছে, উপকূলে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতায় ৯০ কিমি বেগে ঝড় বইতে পারে। একাধিক জেলায় ভারী থেকে চরম ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
রবিবার ও সোমবার দু’দিনই দুই ২৪ পরগনায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা সহ চার জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।