Cyclone Remal: ঘূর্ণির দুর্বিপাকে সোমেও বাতিল একগুচ্ছ ট্রেন! শিয়ালদহ থেকে গড়াবে না এই ট্রেনগুলির চাকা

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

May 27, 2024 | 12:08 AM

Cyclone Remal: রবিবার রাতেই ল্যান্ডফল শুরু হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আগামিকাল সকালেও ঘূর্ণিঝড়ের দাপটে একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব দিকে বিবেচনা করে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে শিয়ালদহ থেকে প্রচুর লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Cyclone Remal: ঘূর্ণির দুর্বিপাকে সোমেও বাতিল একগুচ্ছ ট্রেন! শিয়ালদহ থেকে গড়াবে না এই ট্রেনগুলির চাকা
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের কথা মাথায় রেখে সোমবারও বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামিকাল শিয়ালদহ থেকে বেশ কিছু ট্রেন বাতিল রাখা হবে। রবিবার রাতেই ল্যান্ডফল শুরু হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আগামিকাল সকালেও ঘূর্ণিঝড়ের দাপটে একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব দিকে বিবেচনা করে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে শিয়ালদহ থেকে প্রচুর লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার যে ট্রেনগুলি বাতিল থাকছে-

  • লক্ষ্মীকান্তপুর-নামখানা সেকশনে- ডাউন ৩৪৯১৪ ও ৩৪৯১৬। আপ ৩৪৯৩৫, ৩৪৯৩৭ ও ৩৪৯৮১
  • শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর সেকশনে- ডাউন ৩৪৭১২, ৩৪৭১৪ ও ৩৪৭১৬। আপ ৩৪৭১১, ৩৪৭১৩, ৩৪৭১৫ ও ৩৪৭১৭।
  • শিয়ালদহ-ডায়মন্ড হারবার সেকশনে- ডাউন ৩৪৮১২, ৩৪৮১৪ ও ৩৪৮১৬। আপ ৩৪৮১১, ৩৪৮১৩ ও ৩৪৮১৫।
  • শিয়ালদহ-ক্যানিং সেকশনে- আপ ৩৪৫১১ ও ৩৪৫১৩।
  • সোনারপুর-ক্যানিং সেকশনে- ডাউন ৩৪৩৫২ ও ৩৪৩৫৪।
  • শিয়ালদহ-সোনারপুর সেকশনে- ডাউন ৩৪৪১২, ৩৪৪২৪ ও ৩৪৪২৬। আপ ৩৪৪১১।
  • শিয়ালদহ-বজবজ সেকশনে- ডাউন ৩৪১১২ ও ৩৪১১৪। আপ ৩৪১১১ ও ৩৪১১৩।
  • শিয়ালদহ-বারুইপুর সেকশনে- ডাউন ৩৪৬১২ ও ৩৪৬১৪। আপ ৩৪৬১১ ও ৩৪৬১৩।
  • শিয়ালদহ-হাসনাবাদ সেকশনে- ডাউন ৩৩৫১২ ও ৩৩৫১৪। আপ ৩৩৫১১।
  • বারাসত-হাসনাবাদ সেকশনে- ডাউন ৩৩৩১২। আপ ৩৩৩১১ ও ৩৩৩১৩।
  • সোনারপুর-বারুইপুর-ডায়মন্ড হারবার সেকশনে- ডাউন ৩৪৮৮২ ও ৩৪৮৯২। আপ ৩৪৮৯১ ও ৩৪৮৮১।
  • বারুইপুর-লক্ষ্মীকান্তপুর সেকশনে- ডাউন ৩৪৩৩৪। আপ ৩৪৩৩১।

প্রাথমিকভাবে সোমবার সকাল থেকে এই লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ শাখা থেকে জানানো হয়েছে, ঝড়ের পরিস্থিতি কেমন থাকছে তা বিবেচনা করে পরবর্তীতে ট্রেন বাতিল বা সময়সূচিতে বদলের বিষয়ে জানানো হবে।

উল্লেখ্য, রবিবারও ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে হাওড়া ও শিয়ালদহ দুই স্টেশন থেকেই প্রচুর লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রেমালের দুর্যোগের আশঙ্কা থেকে ঝড়ের সময় ট্রেন বেলাইন হওয়া আটকাতে, রেলের বগিগুলিকে লোহার চেন দিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছিল শালিমার রেল ইয়ার্ডে। রেলের ট্র্যাকে বসানো হয়েছিল স্টপার।

 

 

Next Article