আতঙ্কের নাম ইয়াস, ৭৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করল রেল

May 22, 2021 | 1:33 PM

মূলত ভারতীয় রেলের (Indian Railway) যে জো়নে এই দুর্যোগের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সে রুটেরই ট্রেন বাতিল করা হয়েছে।

আতঙ্কের নাম ইয়াস, ৭৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করল রেল
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা:ইয়াস‘ (Yaas Cyclone) শঙ্কায় সতর্ক ইস্ট কোস্ট রেলওয়ে। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হল। হাওড়া-চেন্নাই মেইন লাইনের সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে পুরী ভুবনেশ্বর থেকে হাওড়ায় আসা সমস্ত ট্রেনও বাতিল করা হয়েছে। ২৫মে, ২৬ মে ও ২৭ মে এই ট্রেনগুলি বাতিল থাকবে।

হাওড়া শালিমার থেকে ছাড়ে এমন ১৩ টি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। মূলত ভারতীয় রেলের যে জো়নে এই দুর্যোগের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সে রুটেরই ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: শম্ভুনাথ পণ্ডিতে করোনা আক্রান্ত তরুণীর মৃত্যু, আশঙ্কা সত্যি হলে বাংলায় প্রথম মিউকরমাইকোসিসের বলি

মূলত ইস্ট কোস্ট রেলওয়ে ও দক্ষিণ পূর্ব রেলওয়ের ৭৪টি দূরপাল্লার ট্রেন বাতিলের কথা জানিয়েছে রেল। পুরী, ভুবনেশ্বর থেকে যে ট্রেনগুলি যাতায়াত করে বা এই স্টেশনের উপর দিয়ে যায় সেগুলি বাতিল করা হয়েছে। তিনদিনের কথা ঘোষণা হলেও প্রয়োজনে তা দীর্ঘায়িত করা হতে পারে।

Next Article