কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) মোকাবিলায় কলকাতা ট্রাফিক পুলিশকে একগুচ্ছ নির্দেশিকা পাঠাল লালবাজার। আমফান থেকে শিক্ষা নিয়ে এবার যথেষ্ট সতর্ক প্রশাসন। ইয়াস মোকাবিলায় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কোনও রকম দুর্ঘটনা যাতে না ঘটে সে কারণে একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে লালবাজারের তরফে।
নির্দেশিকায় বলা হয়েছে, ঝড়ের সময় উড়ালপুলে কোনও গাড়ি চলাচল করতে দেওয়া যাবে না। একইসঙ্গে পুরসভা চিহ্নিত বিপজ্জনক বাড়িগুলির নিচে কোনও গাড়ির পার্কিং হবে না। নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে হবে পুলিশের গার্ড রেলগুলিও। থানায় যাতে জেনারেটরের ব্যবস্থা থাকে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। প্রতি মুহূর্ত পুরসভা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
* বিপদজনক বাড়ি, গাছ কিংবা বিজ্ঞাপণের হোর্ডিংয়ের নিচে কোনও গাড়ি পার্ক করতে দেওয়া যাবে না।
* ঝড়ের সময় উড়ালপুলে গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে।
* সাইক্লোনের সময় কোনও পুলিশকর্মী বিপদজনক বাড়ি, গাছ কিংবা বিজ্ঞাপণের হোর্ডিংয়ের নিচে থাকবে না।
* পুলিশকর্মীদের ওয়াকিটকি কিংবা ওয়ারলেস ডিভাইস ফুল চার্জ দিয়ে রাখতে হবে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হলেও যাতে পুলিশের কাজ থমকে না যায়।
* উড়ালপুল কিংবা রাস্তায় যে সমস্ত গার্ড রেল থাকে, সেগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখতে হবে। ঝড়ের দাপটে উড়ে গিয়ে তা যেন কোনও বিপদের কারণ না হয়।
* প্রত্যেক ট্রাফিক গার্ড ও থানায় জেনারেটর এবং ড্রাগন লাইটের ব্যবস্থা করতে হবে।
* পুরসভার সঙ্গে কথা বলে সমস্ত বিজ্ঞাপণের হোডিং খুলে ফেলতে হবে।
* পুলিশকর্মীদের জন্য শুকনো খাবার মজুত রাখতে হবে।
* ঝড়ের দাপটে গাছ পড়লে তা যাতে দ্রুত সরিয়ে ফেলা যায় এবং যান চলাচল স্বাভাবিক করা যায় তার জন্য পুরসভা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতে হবে। প্রত্যেকের মোবাইল নম্বর কাছে রাখতে হবে।
* সিইএসসি ও বিএসএনএল-এর সঙ্গে একইরকম সংযোগ স্থাপন করতে হবে। যাতে বিদ্যুতের খুঁটি কিংবা ফোনের তার পড়ে গেলে তা দ্রুত সরিয়ে ফেলা যায়।
* নির্মীয়মাণ বাড়িতে কোনও ক্রেনের ব্যবহার করা হলে তা আগাম নামিয়ে রাখার ব্যবস্থা করতে হবে।