Heavy Rain in Bengal: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের এই ঘূর্ণাবর্ত, ৩ দিনে ২০ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস
Heavy Rain in Bengal: শুক্রবার দিনভর কলকাতা-সহ ছয় জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

কলকাতা: মুখভার আকাশের। সকাল থেকেই তুমুল বৃষ্টি জেলায় জেলায়। হাওয়া অফিস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের চোখ পাকাতে শুরু করেছে ঘূর্ণাবর্ত। উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে এই ঘূর্ণাবর্ত। ঝুঁকে রয়েছে দক্ষিণ দিকে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। একইসঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবেই বৃষ্টি চলবে বাংলায়। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে আবার একই ছবি। শুরু হয়ে যাবে ভারী বৃষ্টির স্পেল।
শুক্রবার দিনভর কলকাতা-সহ ছয় জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে।
শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮ জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দুই ২৪ পরগনায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। কিন্তু তা তুলনামূলকভাবে অনেকটাই কম। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু ছয় জেলাতে। তালিকায় পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা।
অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই।
