DA Agitation : এবার ডিজিটাল ‘ধর্মঘটের’ ডাক ডিএ আন্দোলনকারীদের, ফাঁকা হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Mar 14, 2023 | 6:40 PM

DA Agitation : প্রায় সাড়ে ১২ হাজার প্রাইমারি ও উচ্চমাধ্য়মিক স্কুলে ডিজিটাল স্ট্রাইকের বার্তা আন্দোলনকারীদের।

DA Agitation : এবার ডিজিটাল ধর্মঘটের ডাক ডিএ আন্দোলনকারীদের, ফাঁকা হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ

Follow Us

কলকাতা : বকেয়া ডিএ-র দাবিতে (DA Agitation) সরকারের উপর চাপ বাড়িয়ে চলেছেন আন্দোলনকারীরা। ১০ তারিখে ডাকা হয়েছিল ধর্মঘট। তার রেশ কাটতে না কাটতেই এবার ডিজিটাল স্ট্রাইকের (Digital Strike) ঘোষণা আন্দোলনকারীদের। এদিন সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীদের তরফে এ কথা জানিয়েছেন ভাস্কর ঘোষ, অর্জুন সেনগুপ্ত, অনিরুদ্ধ ভট্টাচার্য, বিশ্বজিৎ মিত্ররা। ১৮ মার্চ থেকে আন্দোলনকারীরা সব ডিজিটাল পদ্ধতিতে কাজ করা থেকে বিরত থাকবেন বলে জানানো হয়েছে। কার্যত চলবে ডিজিটাল ধর্মঘট। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হল আন্দোলনকারীদের (DA Activists) তরফে। রাজ্য সরকারের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত। রাজ্য সরকারকে আন্দোলনকারীদের তরফে আর কোনওরকম সাহায্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। 

একইসঙ্গে আন্দোলনকারীদের দাবি, তাঁদের উপর হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। কবে কখন কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে তার তালিকা তৈরি করে রাজ্যপালের উপর তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরই এদিন ডিজিটাল নন-কর্পোরেশনের ঘোষণা করে দেন আন্দোলনকারীরা। সাংবাদিক বৈঠকে তাঁদের স্পষ্ট দাবি, “সরকার যেহেতু সহানুভূতিশীল নয়, আমরা সরকারের সঙ্গে কোনও সহযোগিতা করব না। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির আর কোনও নির্দেশ মানা হবে না। সমস্ত অফিসিয়াল গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া হবে। স্কুলের নির্দিষ্ট সময়ের পরে আর কেউ কাজ করবেন না। বন্ধ থাকবে বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত কাজ।” স্কুলের কম্পিউটার থেকেই শুধু কাজ করার বার্তা।

প্রায় সাড়ে ১২ হাজার প্রাইমারি ও উচ্চমাধ্য়মিক স্কুলে ডিজিটাল স্ট্রাইকের বার্তা। এদিকে এদিন থেকেই রাজ্যে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারমধ্যে এই ঘোষণায় উদ্বেগ বেড়েছে শিক্ষামহলে। পরীক্ষায় কোনও প্রভাব পড়বে কী? আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, পরীক্ষায় কোনও প্রভাব পড়বে না। ইমেলে যে সমস্ত নির্দেশ আসবে তা মেনে চলা হবে। এদিকে গত ১০ মার্চ DA-র দাবিতে ধর্মঘটে সামিল হওয়া সরকারি কর্মীদের ইতিমধ্য়েই শোকজ নোটিশ পাঠাতে শুরু করেছে নবান্ন। এদিন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় আন্দোলনকারীদের।

Next Article