DA Agitation: ডিএ-এর দাবিতে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার ৪৮ জন সরকারি কর্মী, সহকর্মীদের প্রতিবাদে উত্তাল ব্যাঙ্কশাল আদালত চত্বর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 24, 2022 | 1:51 PM

DA Agitation: সাদা পাতায় দাবি লিখে, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ১৮ মাসের ডিএ বাকি। সেই বকেয়া ডিএ-এর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

DA Agitation: ডিএ-এর দাবিতে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার ৪৮ জন সরকারি কর্মী, সহকর্মীদের প্রতিবাদে উত্তাল ব্যাঙ্কশাল আদালত চত্বর
ব্যাঙ্কশাল আদালতের বাইরে সরকারি কর্মীদের বিক্ষোভ

Follow Us

কলকাতা: ডিএ-র দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে ধৃত হাইকোর্টের কর্মী-সহ ৪৬ জন সরকারি কর্মী। ধৃতদের মধ্যে রয়েছেন ১১ জন মহিলাও। ধৃতদের বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। ধৃতদের মুক্তির দাবিতে এদিন ব্যাঙ্কশাল আদালতের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীরা। সাদা পাতায় দাবি লিখে, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ১৮ মাসের ডিএ বাকি। সেই বকেয়া ডিএ-এর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বিক্ষোভরত এক সরকারি কর্মী বলেন, “সরকারি কর্মীরা ন্যায্য দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের ৪৮ জনকে গ্রেফতার করেছে। কর্মচারীরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় ছিল। প্রশাসনের দায়িত্ব ছিল কর্মচারীদের পাশে দাঁড়ানোর, তা না করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।”

সরকারি কর্মীরা এদিন পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। সাদা কাগজে হাতে লেখা. ‘যতই চাটো হাওয়াই চটি, পুলিশ তোমারও ডিএ বাকি…’ এক বয়স্ক মহিলা সরকারি কর্মী বলেন, “কাল আমাদের মতো বয়স্কদের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, অন্তঃসত্ত্বাকেও আটকে রেখেছে পুলিশ।”

বিক্ষোভে রয়েছেন শিক্ষক, হাইকোর্টের কর্মী-সহ অন্যান্য সরকারি কর্মীরাও। যাঁদের বুধবার গ্রেফতার করা হয়েছে, তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

বুধবার ডিএ-র দাবিতে একযোগে বিধানসভা অভিযানে পথে নামে ২৭টি বাম সংগঠন। ধর্মতলা থেকে মিছিল এগোতেই  পথ আটকায় পুলিশ। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সরকারি কর্মীরা। অভিযোগ, বয়স না দেখেই সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের টেনে হিঁচড়ে গুঁতো দিয়ে সরিয়ে, গাড়িতে তোলার চেষ্টা করেছে পুলিশ। এদিন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এই ঘটনার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। ডিএ-র দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের কর্মীকে গ্রেফতারের ঘটনা দুর্ভাগ্যজনক। বৃহস্পতিবার হাইকোর্টে চলছিল এসএসসি সংক্রান্ত মামলা। সেই মামলা চলাকালীনই এ প্রসঙ্গ উত্থাপন করে এই মন্তব্য করেন বিচারপতি।

Next Article