DA Protest in West Bengal: ‘আদালতকে মান্যতা দিয়ে আলোচনায় বসুন’, আশা দেখছেন আন্দোলনকারীরা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 06, 2023 | 3:25 PM

DA Protest in West Bengal: বৃহস্পতিবারও কর্মবিরতির ডাক দিয়েছে যৌথমঞ্চ। এদিন দুপুর থেকে বিভিন্ন সরকারি দফতরে চলছে বিক্ষোভ।

DA Protest in West Bengal: আদালতকে মান্যতা দিয়ে আলোচনায় বসুন, আশা দেখছেন আন্দোলনকারীরা
ডিএ আন্দোলনকারী

Follow Us

কলকাতা: সরকার আলোচনায় বসুক, এ কথা বারবারই বলেছেন ডিএ আন্দোলনকারী বা সংগ্রামী যৌথমঞ্চের প্রতিনিধিরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসও তাঁদের আলোচনার আশ্বাস দিয়েছিলেন। আশ্বাস বাস্তবায়িত হয়নি, তাই আন্দোলনের তীব্রতাও কমেনি। তবে এবার কলকাতা হাইকোর্টের পরামর্শ, সরকারকে আলোচনায় বসতে হবে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে। আদালতের কথা অন্তত সরকার ফেলবে না, এটাই আশা তাঁদের। বৃহস্পতিবার একদিকে যখন সরকারি দফতরগুলিতে কর্মবিরতির আয়োজন চলছে, তখন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পরামর্শকে স্বাগত জানাল যৌথমঞ্চ।

এক আন্দোলনকারী এ প্রসঙ্গে বলেন, ‘সরকারি কর্মীদের সঙ্গে কথা বলার জন্য রাজ্যের একটা কমিটি থাকা দরকার। সেরকম কোনও কমিটি সরকার বানায়নি।’ তবে আদালত বলার পরও সে কথা না মানলে আদালত অবমাননার মামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী। তিনি বলেন, ‘আমাদের সম্পর্কে অশ্রাব্য ভাষা না বলে, দাবি পূরণ করুন, শূন্যপদ স্বচ্ছভাবে পূরণ করুন।’

কর্মী সংগঠনের প্রতিনিধিদের আশা, সরকার এটা নিয়ে আর সুপ্রিম কোর্টে যাবে না। গেলে আবার কর্মবিরতির পথে যেতে হবে বলেও দাবি করছেন তাঁরা।

বৃহস্পতিবারও কর্মবিরতির ডাক দিয়েছে যৌথমঞ্চ। এদিন দুপুর থেকে বিভিন্ন সরকারি দফতরে চলছে বিক্ষোভ। বিকেলে কফি হাউসের সামনে বিক্ষোভ দেখানো হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। যৌথমঞ্চের প্রতিনিধিরা জানিয়েছেন, কলকাতা ও উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে সাড়া পাওয়া যাচ্ছে। তিনি এক আন্দোলনকারী বলেন, সরকারকে বিবেচনা করতে হবে, তারা আমাদের দাবি মানবে মানবে কি না। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনার কর্মীরা আপনার দিকে তাকিয়ে আছে। হাইকোর্টকে মান্যতা দিন। যোগ্য সম্মান দিয়ে আলোচনায় বসুন। নিশ্চয় সমাধান সূত্র বেরিয়ে আসবে।’

বৃহস্পতিবার আইনজীবী রমাপ্রসাদ সরকারের করা সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পরামর্শ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে হবে সরকারকে। আগামী ১৭ এপ্রিলের মধ্যে বৈঠক করার পরামর্শ দেওয়া হয়েছে।

Next Article