AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Bike in Kolkata: রাতের শহরে অনলাইন বাইক চালকের দাদাগিরি, ইঁটের ঘায়ে যাত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

Online Bike in Kolkata: নারায়নপুর সারদাপল্লীর বাসিন্দা অভিজিৎ মাইতি বৃহস্পতিবার রাতে কর্মস্থলে যাওয়ার জন্য একটি অনলাইন অ্যাপ-ক্যাব সংস্থার মোটো বুক করেন। কিন্তু, চালক তাঁকে অনলাইনের বদলে অফলাইনে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু, তিনি তাতে রাজি না হওয়ায় বাধে বচলা।

Online Bike in Kolkata: রাতের শহরে অনলাইন বাইক চালকের দাদাগিরি, ইঁটের ঘায়ে যাত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পুলিশে দায়ের অভিযোগImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 1:35 PM
Share

মধ্যমগ্রাম: প্রযুক্তির হাত ধরে গতির পূজারী এখন সকলেই। দ্রুত অফিস পৌঁছানো হোক বা নিত্য প্রযোজনীয় কোনও কাজ, অনেকেরই আজকে ভরসা অনলাই অ্যাপ-ক্য়াব। সম্প্রতি প্রতিটা অ্যাপ-ক্যাব সংস্থা তাঁদের বাইক সার্ভিস শুরু করতেই তার জনপ্রিয়তা বেড়েছে। অল্প টাকায় দ্রুত বাইকে চড়ে গন্তব্যে পৌঁছাতে অনেকেই বেছে নিচ্ছেন এই পরিষেবাকে। কিন্তু, যাত্রীদের একটা বড় অংশের অভিযোগ, রোজই এই সব মোটো ড্রাইভারদের দাদাগিরির মুখে পড়েছেন তাঁরা। কখনও চাওয়া হচ্ছে মাত্রাতিরিক্ত ব্যবহার, আবার কখনও করা হচ্ছে দুর্ব্যবহার। অভিযোগ করেও হচ্ছে না সুরাহা। এরইমধ্যে এবার শহরের বুকে মোটো ড্রাইভারের হাতে মার খেয়ে গেলেন এক যাত্রী। অভিযোগ দায়ের মধ্যমগ্রাম থানায়। 

সূত্রের খবর, নারায়নপুর সারদাপল্লীর বাসিন্দা অভিজিৎ মাইতি বৃহস্পতিবার রাতে কর্মস্থলে যাওয়ার জন্য একটি অনলাইন অ্যাপ-ক্যাব সংস্থার মোটো বুক করেন। কিন্তু, চালক তাঁকে অনলাইনের বদলে অফলাইনে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। এই অফলাইনে গেলে আবার ওই সংস্থা চালকের থেকে কমিশম বাবাদ যে টাকা কাটে অফলাইনে গেলে তার পুরোটাই যায় চালকের পকেটে। কিন্তু, চালকের প্রস্তাবে শুরুতে রাজি হননি অভিজিতবাবু। চালকের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। যদিও থানিক সময়ের মধ্যে সেই সমস্যা মিটে যায়। 

এরইমধ্যে অভিজিতবাবু অন্য মোটো বুক করে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু, ততক্ষণে তাঁকে ফলো করতে শুরু করেছে আগের মোটোর চালক। মধ্যমগ্রাম ব্রিজের কাছে তাঁর পথ আটকান। শুরু হয় বেধড়ক মারধর। মাথায় ইঁট দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। তাতেই মাথা ফেটে যায় ওই যাত্রীর। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মধ্যগ্রাম হাসপাতালে ভর্তি করেন। সেখানেই হয় চিকিৎসা। শুক্রবার অভিযুক্ত চালকের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিজিতবাবু। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।