কলকাতা: বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির ঘুড়ি ওড়ানোর রীতি দীর্ঘদিনের। পুজোর ঠিক আগে এদিন নানা রঙের ঘুড়িতে ভরে যায় বাংলার আকাশ। কলকাতা থেকে জেলা সর্বত্রই দেখা যায় এই ছবি। কিন্তু এবার ঘুরি ওড়াতেই গিয়ে কাশীপুরে ছাদ থেকে পড়ে মৃত্যু হল যুবকের। সূত্রের খবর, শনিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে ব্যারাকপুর সদর বাজার এলাকার বাসিন্দা সাগর যাদব সিঁথি থানার অন্তর্গত রামলীলা বাগান এলাকায় বন্ধুর মাসির বাড়িতে ঘুড়ি ওড়াতে আসেন। সঙ্গে ছিলেন বন্ধু। কিন্তু, দিনের শুরুতে যেখানে পুজোর রেশ গায়ে জড়িয়ে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠেছিল সকলে তাই বেলা গড়াতে বিষাদে চাদড়ে ঢাকা পড়ল।
সূত্রের খবর, এদিন বিকেল পাঁচটা নাগাদ আবসানের চারতলার ছাদ থেকে পড়ে যান সাগর যাদব (২৩) নামে ওই যুবক। এরপরে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। আবাসনের বাসিন্দাদের দাবি, আবাসনে জলের ট্যাঙ্কের উপরে উঠে ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছে ওই যুবককে। এরপর বন্ধুদের সঙ্গে ছাদে বসেই তারা মদ্যপান করছিল।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পিউ ঘোষ বলেন, “এই আবাসনের চারতলায় যিনি থাকেন তাঁদের বাড়িতে এসেছিল বলে শুনেছি। বিশ্বকর্মা পুজো বলে মদ খেয়েছিল বলে শুনেছি। তারপর ঘুড়ি ওড়াচ্ছিল। তারপরেই ওখান থেকে পড়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে। এখানে এসেও দেখে। কিছু মদের বোতলও পেয়েছে।” আর এক বাসিন্দা পরমেশ্বর গুপ্তা বলেন, “ঘুড়ি ওড়াতে গিয়েই পড়ে যায় বিকাল ৫টা নাগাদ। পড়ে যাওয়ার পর কিছুক্ষণ শরীরে প্রাণ ছিল। তারপর হাসাপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেন। ওই যুব ব্যারকপুর থেকে বন্ধুর বাড়িতে এসেছিল বলে শুনেছি। এটা ওর বন্ধুর মাসির বাড়ি। সকাল থেকেই ওরা ঘুড়ি ওড়াচ্ছিল। তবে এর আগে ওই যুবককে এলাকায় দেখিনি।”