Kolkata airport: বড়সড় যান্ত্রিক ক্রুটি, কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বেকায়দায় এয়ার এশিয়ার বিমান

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 17, 2022 | 11:11 PM

Kolkata airport: এদিকে গত মাসেও গো এয়ারের বিমান G8 519-তে বড়সড় যান্ত্রিক ক্রুটি ধরা পড়ে। এবার যান্ত্রিক ক্রুটি ধরা পড়ল এয়ার এশিয়ার বিমানে।

Kolkata airport: বড়সড় যান্ত্রিক ক্রুটি, কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বেকায়দায় এয়ার এশিয়ার বিমান
বিমানবন্দর

Follow Us

কলকাতা: বিমানের নোজ হুইল সমস্যার কারণে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) অগ্রাধিকারের ভিত্তিতে জরুরী অবতরণ এয়ার এশিয়ার বিমানের (Air Aisa Plane)। কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর শনিবার বিকেল ৩টে ৪৩ মিনিট নাগাদ ইম্ফল থেকে কলকাতাগামী এয়ার এশিয়ার বিমান আই ৫৯৯১ কলকাতা বিমানবন্দরের অবতরণ করার সময় বেকায়দায় পড়ে বলে খবর। সূত্রের খবর অবতরণের সময় নোজ হুইল ওপেন করার সময় সমস্যাগত ত্রুটি ধরা পড়ে। খবর যায় এয়ারপোর্ট অপারেশনাল কন্ট্রোল সেন্টারে। মেলে  জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি। 

শেষ পর্যন্ত ৪টা ৫ মিনিট নাগাদ ৬৮ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু সহ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। পরবর্তী সময় বিমানটিকে বে নাম্বার চব্বিশে অনুসরণ গাড়ি দিয়ে নিয়ে আসা হয়। ছুটে যান সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ররা। দ্রুত নোজ হুইলের ত্রুটি মেরামতি করার পর সন্ধ্যে ৭. ১০ নাগাদ ওই বিমানটি ১৪০ জন যাত্রী বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বারংবার বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় স্বভাবতই যাত্রী নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নের উঠে গিয়েছে। 

এদিকে গত মাসেও গো এয়ারের বিমান G8 519-তে বড়সড় যান্ত্রিক ক্রুটি ধরা পড়ে। বিমানটির কলকাতা (Kolkata) থেকে মুম্বইয়ের (Mumbai) উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। এমনকী উড়ানের নির্দিষ্ট সময় মেনে বিমানটি ট্যাক্সিবে থেকে রানবে-র দিকেও এগিয়েও যায়। সূত্রের খবর সে সময়ে বিমানের বাঁদিকের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সূত্রের খবর, বিমানটিতে ১৮৪ জন যাত্রী ছিলেন। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়রদের দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত যান্ত্রিক ক্রুটি মেরামতি করা সম্ভব হয়। 

Next Article