Kolkata deadbody Recover: ডালহৌসির রাস্তায় পড়ে মৃতদেহ, হইহই কাণ্ড

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 23, 2024 | 8:17 PM

Kolkata: জানা গিয়েছে, এ দিন দুপুর একটা নাগাদ ওই প্রৌঢ় পড়ে যান। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। তবে উপর থেকে কীভাবে তিনি পড়ে গেলেন? তা কিন্তু কেউ দেখতে পাননি। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে, ওই ব্যক্তি লেক টাউনের বাসিন্দা।

Kolkata deadbody Recover: ডালহৌসির রাস্তায় পড়ে মৃতদেহ, হইহই কাণ্ড
কী হয়েছে ডালহৌসিতে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: সোমবার। সকলেই ব্যস্ত অফিসের কাজে। আচমকাই শুরু হইহই। তিলোত্তমার ব্যস্ত রাস্তায় কী ঘটেছে? ডালহৌসির সেন্ট্রাল ব্যাঙ্কের সামনে থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পাশের মার্শাল হাউসের উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

জানা গিয়েছে, এ দিন দুপুর একটা নাগাদ ওই প্রৌঢ় পড়ে যান। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। তবে উপর থেকে কীভাবে তিনি পড়ে গেলেন? তা কিন্তু কেউ দেখতে পাননি। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে, ওই ব্যক্তি লেক টাউনের বাসিন্দা।

বিজয় পাত্র নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ” এ দিন দুপুর একটা নাগাদ দেখি রাস্তার উপর মৃতদেহ পড়ে রয়েছে। অনেক লোক জড়ো হয়েছেন। পুলিশ এসে বডি নিয়ে গেল। পুলিশ ওঁর আধার কার্ড পেয়েছে। সেখান থেকে নাম পরিচয় জানা যেতে পারে। হয়ত আত্মহত্যা করার চেষ্টা করেছে।”

Next Article