আগামিকাল সকালেই হাসপাতাল থেকে ছুটি মহারাজের

সায়নী জোয়ারদার | Edited By: সোমনাথ মিত্র

Jan 06, 2021 | 10:18 AM

হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন ভাল আছেন সৌরভ। বুধবারই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তাঁকে।

আগামিকাল সকালেই হাসপাতাল থেকে ছুটি মহারাজের
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: আগামিকাল সাত সক্কালেই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন মহারাজ। মঙ্গলবার সন্ধেয় উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হবে সৌরভকে। এখন পুরোপুরি চাঙ্গা রয়েছেন বেহালার বাঁ-হাতি।

মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতালে দাঁড়িয়ে বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি জানিয়েছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমস্যা বড় কিছু নয়। স্টেন্ট বসানো নিয়ে সিদ্ধান্ত হবে দু’সপ্তাহ পর। এদিন দেবী শেঠি বলেন, “সৌরভের অসুস্থতা বড় কিছু নয়। পরবর্তী জীবনেও এর কোনও প্রভাব পড়বে না।” তবে ক্রীড়াবিদ হলেও সৌরভকে এক বা দু’বছর অন্তর কার্ডিয়াক চেক-আপ করাতে হবে বলেই পরামর্শ এই বিশেষজ্ঞের।

উডল্যান্ডস হাসপাতালে দেবী শেঠি।

এদিন সকালেই সৌরভকে দেখতে বেঙ্গালুরু থেকে এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইটে কলকাতা পৌঁছন দেবী শেট্টি। সঙ্গে আসেন আরও তিন সদস্য। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ভাল আছেন সৌরভ। সোমবার রাতে ভাল ঘুম হয়েছে তাঁর। স্বাভাবিক ব্রেকফাস্টও করেছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেছেন দেবী শেঠিও। সকলের মিলিত মতেই বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে সৌরভকে।

চিকিৎসকদের সঙ্গে বৈঠকে দেবী শেঠি। উডল্যান্ডস হাসপাতালে।

আরও পড়ুন: লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মমতা

সৌরভের যে সমস্যা হয়েছে তা প্রায় সব ভারতীয়রই হয়ে থাকে বলে এদিন ইঙ্গিত দিলেন দেবী শেঠি। তবে সৌরভ এখন সুস্থ আছেন, ‘ফিট, একেবারে ২০ বছর আগে যেমন ছিলেন’। আর এক সিংহভাগ কৃতিত্ব উডল্যান্ডসের চিকিৎসকদের দেন এই হৃদরোগ বিশেষজ্ঞ। সৌরভের হৃদযন্ত্রে ক্ষতি হয়েছে বলে মানতে নারাজ তিনি। বরং তাঁর কথায় এটা ব্লকেজ। সাময়িক কিছু সমস্যা হয়েছিল সে কারণে। কিন্তু একেবারে সঠিক সময়ে সঠিক জায়গায় আসায় সঠিক চিকিৎসা হয়েছে। একইরকমভাবে শরীরের যত্ন নিলে সৌরভ আগামিদিনে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলেই জানালেন তিনি।

কিন্তু একজন খেলোয়াড়কে কেন এইরকম সমস্যার মুখে পড়তে হল? দেবী শেঠির জবাব, প্রত্যেক ভারতীয়র ‘প্রিভেন্টিভ চেকআপ’ অত্য়ন্ত জরুরি। সেটা করলে আগাম কিছু বার্তা পাওয়া যায়। সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া যায়। সৌরভের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আপনি কতটা ফিট সেটা ‘প্রিভেন্টিভ চেকআপ’ ছাড়া বোঝা এক প্রকার অসম্ভব। ‘সৌরভই এই বার্তাটা দিতে চেয়েছিলেন, আমি ওঁর হয়ে আপনাদের বললাম’, সংযোজন দেবী শেঠির।

উডল্যান্ডসে দেবী শেঠি।

গত শনিবারই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের। তড়িঘড়ি তৈরি হয় মেডিকেল বোর্ড। অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয় সৌরভের বুকে। এরপর সৌরভের বিশেষ কোনও সমস্যা হয়নি। সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, আর্টারি দু’টোয় অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। তবে এখনই নয়। আপাতত বাড়ি ফিরে যাবেন সৌরভ। মঙ্গলবার সেই সিদ্ধান্তই আরও একবার জানানো হল।

 

Next Article