বিশেষ অধিবেশন ডেকে কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছেন মমতা

ঋদ্ধীশ দত্ত |

Jan 04, 2021 | 11:53 PM

জল্পনায় ইতি টেনে মমতা এদিন নিজেই জানিয়ে দেন, তিনটি কৃষক বিরোধী আইন বাতিল হোক, এমনই তিনি চান। দু'দিনের জন্য হলেও বিধানসভা বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে

বিশেষ অধিবেশন ডেকে কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছেন মমতা
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: পঞ্জাব, ছত্তীসগঢ়, রাজস্থানের পর এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও (West Bengal Assembly) কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘর থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে অধিবেশন ডেকে প্রস্তাব আনা হবে বলে জানান তিনি।

কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলন সোমবার ৪০ দিনে পা দিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস-সহ একাধিক বিরোধীরা কেন্দ্রের এই আইন বাতিল করার দাবি জানিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই আন্দোলনে কৃষকদের সমর্থন জানিয়েছেন। ফলে কংগ্রেস শাসিত অন্যান্য রাজ্যের মতো তিনিও বিধানসভা কেন্দ্রের এই আইন বিরোধী প্রস্তাব আনবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। বাম-কংগ্রেস আগে থেকেই রাজ্য সরকারের কাছে কৃষি আইন বাতিলের জন্য প্রস্তাব আনার দাবি করেছিল।

জল্পনায় ইতি টেনে মমতা এদিন নিজেই জানিয়ে দেন, তিনটি কৃষক বিরোধী আইন বাতিল হোক, এমনই তিনি চান। দু’দিনের জন্য হলেও বিধানসভা বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন: ‘আমাদেরও বোকামি হয়েছে আসল সত্যটা বুঝতে পারিনি’, কিসান নিধিতে সায় মমতার

বিধানসভায় এই প্রস্তাব আনার মাধ্যমে বাম ও কংগ্রেসের সমর্থন তিনি পাবেন বলে আশাপ্রকাশ করেন। অন্যদিকে বিজেপি যে এই প্রস্তাব সমর্থন করবে না তা নিজেই জানান মমতা। ফলে বাম-কংগ্রেসের যৌথ দাবিতে কার্যত সীলমোহর দিয়েই এদিন প্রস্তাব আনার কথা জানালেন মমতা। একইসঙ্গে প্রয়োজনে বাকিদের পাশে রেখে বিজেপি বিরোধিতাই যে এই মুহূর্তে তাঁর প্রধান লক্ষ্য, প্রচ্ছন্নভাবে সেই বার্তাও দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: রাজ্যের ২০ লক্ষ প্রবীণকে বিনামূল্যে ছানি অপারেশনের ঘোষণা মমতার

Next Article