কলকাতা: বঙ্গোপসাগরে জন্ম নিল ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে এই মুহূর্তে রেমালের দূরত্ব ৩৫০ কিলোমিটার। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ৩৯০ কিমি।
২৬ তারিখ লাল সতর্কতা জারি হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে। একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। কমলা সতর্কতা রয়েছে নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে। হলুদ সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে।
🚨 CYCLONE REMAL 🌀
Severe cyclonic storm #Remal is forming in the Bay of Bengal.@Indiametdept warns of heavy rain and wind speeds up to 120 km/h as the cyclone approaches West Bengal and #Bangladesh. 🌧️Landfall is expected near Sagar Island around May 26-27. Stay safe!🙏… pic.twitter.com/Wcsy1NpgHf
— Windy.com (@Windycom) May 24, 2024
বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড় ২৬ মে সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় সাগর দ্বীপ ও খেপুপাড়ার মাঝে ২৬ তারিখ মধ্যরাতে আছড়ে পড়বে। ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। গাস্টিং থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। কলকাতায় ৯০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝড় হওয়ার সম্ভাবনা।