Cyclone Remal: দূরত্ব কমাচ্ছে ঘূর্ণিদানব রেমাল, কলকাতার আকাশপথে নিয়ন্ত্রণ হবে বিমান চলাচল

Ranjit Dhar | Edited By: Soumya Saha

May 25, 2024 | 9:01 PM

Kolkata Airport: ঝড়ের কারণে কলকাতার আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (আগামিকাল) দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত শহরের আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে মোট ২১ ঘণ্টা অপারেশন বন্ধ রাখা হবে কলকতা বিমানবন্দরে।

Cyclone Remal: দূরত্ব কমাচ্ছে ঘূর্ণিদানব রেমাল, কলকাতার আকাশপথে নিয়ন্ত্রণ হবে বিমান চলাচল
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় হাওড়া-শিয়ালদহ থেকে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। ফেরি সার্ভিস নিয়েও সাবধানতা নেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির সময়ে কোনওরকম ঝুঁকির সম্ভাবনা এড়িয়ে চলার চেষ্টা চলছে সব তরফে। এবার আকাশপথেও বাড়তি সতর্কতা। ঝড়ের কারণে কলকাতার আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (আগামিকাল) দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত শহরের আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে মোট ২১ ঘণ্টা অপারেশন বন্ধ রাখা হবে কলকতা বিমানবন্দরে।

ঘূর্ণিঝড় রেমালের বেশ ভাল প্রভাব পড়তে পারে শহর কলকাতায়। মহানগরে ঝড়ের তীব্রতা থাকতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার পর্যন্ত। হাওয়া অফিস থেকে ইতিমধ্যেই রবিবার কলকাতা শহরে ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সংলগ্ন জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ থেকে ইতিমধ্য়েই ঘূর্ণিঝড় রেমালের জন্ম হয়েছে এবং তা ক্রমেই বাংলা ও বাংলাদেশের উপকূলের দিকে উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে।

বর্তমানে সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিদানব রেমাল। ক্যানিং থেকে দূরত্ব রয়েছে ৩৯০ কিলোমিটার। তার আগে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ করা হবে কলকাতার আকাশপথে বিমান চলাচল। ঝড়-বৃষ্টির ওই ২১ ঘণ্টার নির্দিষ্ট সময়ে কলকাতা বিমানবন্দর থেকে কোনও বিমান ওঠানামা করবে নমা বলেই বিমানবন্দর সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Next Article