কলকাতা: ট্রেন বাতিল হতেই দলীয় কর্মীদের জন্য রাতারাতি ভলভো বাসের ব্যবস্থা করেছিল শাসকদল। বাসে করেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল ঘাসফুল শিবিরের কর্মীরা। সূত্রের খবর, দিল্লগামী বাসগুলির মধ্যে একটি বাস এদিন সকালে দুর্ঘটনার কবলে পড়েছে। ঝাড়খণ্ডের কোডারমার কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে বাংলা থেকে নিম্নচাপটি সরে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। সেখানে হচ্ছে প্রবল বৃষ্টিতে। বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা বলে জানতে পারা যাচ্ছে।
সূত্রের খবর, কোডারমায় একটা বড় মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। সামনের ডাম্পার ভেঙে যায়। কয়েকজন জখমও হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। তাদের নিয়ে এই মুহূর্তে বাসটা পুরুলিয়া হাসপাতালে গিয়েছে। বাসে ৩৩ জন তৃণমূল কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে।
এই বাস থেকে আবার আগের রাতে ১৩ জন দুর্গাপুর নেমে গিয়েছেন বলে খবর। তাঁরা দিল্লি যাবেন না। পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি বাসে আছেন বলে খবর। রাতে আসানসোলে দাঁড়িয়েছিল বাসটি। সকলে সেখানে রাতের খাবারও খান। তারপর ফের যাত্রা শুরু করে। সূত্রের খবর, যখন দুর্ঘটনা ঘটে তখন বাসটি ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ছিল। বাস চালাচ্ছিলেন চালক মদন সাউ। বাড়ি বারাসতে। সূত্রের খবর, একদিন আগেই সারারাত বাস চালিয়ে দিল্লি থেকে ফিরেছেন মদন। তার ঠিকমতো ঘুমও হয়নি বলে জানাচ্ছেন। এরইমধ্যে প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতাও কম ছিল বলে বলে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার আসল কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।