কলকাতা: বাড়িতে সাতদিনের সন্তান। মায়ের স্পর্শও ঠিকমতো পায়নি। আর সেই সন্তানকে রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাঘাযতীনের বাসিন্দা পায়েল নন্দীর(৩৩)। তাঁর আকস্মিক মৃত্যুকে শোকের ছায়া পরিবারে। আবার এদিন সকালেই দমদম মতিঝিল গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণির এক পড়ুয়ার মৃত্যু খবর মেলে। ২৭ নম্বর ওয়ার্ডের স্কুলছাত্রী সংযুক্তা পাল ডেঙ্গি আক্রান্ত ছিল বলে খবর।
সূত্রের খবর, ২৬ অগস্ট পুত্র সন্তানের জন্ম দেন বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনির বাসিন্দা ওই তরুণী। সন্তান প্রসবের পর ২৭ অগস্ট তাঁর রিপোর্টে দেখা যায় তিনি ডেঙ্গি পজিটিভ। ভর্তি ছিলেন মুকুন্দপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ২ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয় বলে খবর। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে বলেও জানা যাচ্ছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের বেশি। তারমধ্যে শহরাঞ্চলেই আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি। তাতেই পুজোর মুখে আরও বাড়ছে উদ্বেগ। ডেঙ্গির পাশাপাশি গোটা রাজ্যে বেড়েছে ম্যালেরিয়ার দাপটও। মশাবাহিত রোগ দমনে কোমর বেঁধে মাঠে নেমেছে কলকাতা পুরনিগম। চলছে ড্রোন নজরদারি। ২ মাসের ছুটি বাতিল হয়ে গিয়েছে কলকাতা পুরনিগমের স্বাস্থ্য কর্মীদের। কিন্তু, দফায় দফায় মৃত্যুর খবরে চাপে পড়েছে প্রশাসনও।