Dengue Fever: মশা মারতে ড্রোন! টহল দিচ্ছে যাদবপুরের আকাশে

Soma Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 25, 2023 | 3:08 PM

Dengue Fever: রাজ্য সরকারের অধিগৃহিত যাদবপুর সুলেখা কারখানাটি এখন ডেঙ্গি মশার আঁতুড়ঘর। এই এলাকায় মৃত্যুও হয়েছে একজনের। এখন কারখানাটিকেই কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। শিল্প নিগমের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন তিনি।

Dengue Fever: মশা মারতে ড্রোন! টহল দিচ্ছে যাদবপুরের আকাশে
আকাশে উড়ছে ড্রোন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। মৃত্যু হয়েছে অনেকের। যত দিন বাড়ছে কলকাতা সহ জেলার পরিস্থিতি যেন ভয়াবহ হয়ে উঠছে। তবে হাতের বাইরে যাতে ডেঙ্গি পরিস্থিতি বেরিয়ে না যায় তার জন্য কম কসরত করছে না কলকাতা পুরসভা। এবার মশা মারতে উন্নত ড্রোন ক্যামেরার ব্যবহার পুরসভার। ড্রোনের সাহায্যে আকাশ থেকেই মশা মারার তেল প্রয়োগ।

রাজ্য সরকারের অধিগৃহিত যাদবপুর সুলেখা কারখানাটি এখন ডেঙ্গি মশার আঁতুড়ঘর। এই এলাকায় মৃত্যুও হয়েছে একজনের। এখন কারখানাটিকেই কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। শিল্প নিগমের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিঠিও পাঠাবেন। তবে পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না বের হয় তার জন্য কারখানাটির জঞ্জাল স্তুপে শুরু হল মশা মারার অভিযান। এ দিন, ডেপুটি মেয়র নিজে দাঁড়িয়ে থেকে তার তত্ত্বাবধান করেন।

এর আগে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, ডেঙ্গির প্রকোপ আটকাতে সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। শুধু তাই নয়, কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রেরগুলি সময়সীমা বাড়ানো হয়েছে। শনি ও রবিবারও খোলা থাকবে স্বাস্থ্য কেন্দ্রগুলি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে সাড়ে ছ হাজার। কোভিড পরবর্তী সময়ে এ বছরই ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি। রাজ্যের সাত জেলা এখন ডেঙ্গি হটস্পট হিসাবে চিহ্নিত। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, হাওড়া, মালদহ।

Next Article