Dengue in West Bengal: ডেঙ্গির বলি আরও ১, এনআরএসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও হেরে গেল জয়

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Jul 25, 2023 | 10:38 PM

Dengue in West Bengal: পরিসংখ্যান বলছে, গত বছর জুলাইতে এই সময় পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬০০-র আশেপাশে। এবারে তা আরও হাজারের বেশি।

Dengue in West Bengal: ডেঙ্গির বলি আরও ১, এনআরএসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও হেরে গেল জয়
এনআরএস হাসপাতাল
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: বর্ষার দাপট বাড়তেই রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যা। উদ্বেগ বেড়েছে সরকারের। এরইমধ্যে ডেঙ্গিতে আর‌ও এক কমবয়সীর মৃত্যু রাজ্যে। এই মরসুমে সাতদিনে মৃত বেড়ে পাঁচ। সোমবার এন‌আর‌এসে মৃত ১১ বছরের কিশোর জয় বিশ্বাস। বাড়ি নদিয়ার হাঁসখালির গোরাপোতা গ্রামে। ২১ জুলাই বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় নদিয়ার আরও এক বাসিন্দার। মৃত উমা সরকার রানাঘাটের বাসিন্দা বলে জানা যায়। 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি। তবে মোট আক্রান্তের সিংহভাগই গ্রাম বাংলার। কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্য়া আড়াইশোর কাছাকাছি। এদিকে গত শনিবারই শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বছর দশেকের কিশোরী পল্লবী দে-র। তাঁর বাড়ি পিকনিক গার্ডেনে। এদিকে বিশেষজ্ঞদের একাংশ আবার রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্তের জন্য পঞ্চায়েত ভোটকে কাঠগড়ায় তুলেছেন। জুলাইতে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে মশার লার্ভা নিধন, সচেতনতামূলক প্রচারের কাজ থমকে গিয়েছে। তৈরি হয়নি বোর্ড। আর তাতেই যেন আরও বেড়েছে ডেঙ্গির দাপাদাপি। 

পরিসংখ্যান বলছে, গত বছর জুলাইতে এই সময় পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬০০-র আশেপাশে। এবারে তা আরও হাজারের বেশি। তাতেই চিন্তায় সরকার। এদিকে বাংলাদেশেও দাপট বাড়িয়েছে ডেঙ্গি। তাই ওপার বাংলা থেকে এপারে আসে মানুষদের উপর বিশেষ নজর রাখারও পরামর্শ এসেছে স্বাস্থ্য ভবনের তরফে। নেওয়া হয়েছে আরও একাধিক কর্মসূচি। 

Next Article