Dumdum Death: বাইরে অন্ত্যেষ্টির আয়োজন, বাড়ির লোক দেখল ‘নড়ে’ উঠেছে মেয়ে… তুমুল শোরগোল দমদমে

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Sep 09, 2023 | 8:20 PM

Dumdum: শনিবার দুপুরে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে দেবেন্দ্রনগরের বাসিন্দা উদয় সিংহের ছোট মেয়ে মধু সিংয়ের (১৬) মৃত্যুর খবর আসে। মৃত্যুর যে শংসাপত্র হাসপাতাল দেয়, তাতে ডেঙ্গির উল্লেখ করা হয়। বিকেল গড়িয়ে দেহ এসে পৌঁছয় বাড়িতে। পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজনের ভিড় ছোট্ট ঘরে।

Dumdum Death: বাইরে অন্ত্যেষ্টির আয়োজন, বাড়ির লোক দেখল নড়ে উঠেছে মেয়ে... তুমুল শোরগোল দমদমে
দমদম পুর হাসপাতাল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ভরসন্ধ্যাবেলায় চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ দমদম পুর এলাকায়। ২১ নম্বর ওয়ার্ডের দেবেন্দ্রনগরে সিং বাড়ির বাইরে তখন কিশোরীকে শেষকৃত্যে নিয়ে যাওয়ার তোরজোড় চলছে। এরইমধ্যে মৃত ওই কিশোরীকে পাঁজাকোলে করে বাড়ির ভিতর থেকে ছুটে বেরিয়ে এলেন একজন। পিছু পিছু বাকি লোকেরা ছুটছেন আর বলছেন, ‘এখনও বেঁচে আছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল।’ পথচলতি মানুষ হতবাক। দাঁড়িয়ে পড়ছে অটো, সাইকেল, টোটো। এলাকায় শনিবার সন্ধ্যায় রীতিমতো শোরগোল।

শনিবার দুপুরে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে দেবেন্দ্রনগরের বাসিন্দা উদয় সিংহের ছোট মেয়ে মধু সিংয়ের (১৬) মৃত্যুর খবর আসে। মৃত্যুর যে শংসাপত্র হাসপাতাল দেয়, তাতে ডেঙ্গির উল্লেখ করা হয়। বিকেল গড়িয়ে দেহ এসে পৌঁছয় বাড়িতে। পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজনের ভিড় ছোট্ট ঘরে। মাটিতে শোওয়ানো মধুর দেহ। দেহ সৎকারের ব্যবস্থা করছেন লোকজন। বাইরে ফুল-মালা, ধূপ, অন্ত্যেষ্টির জন্য অন্যান্য জিনিস রাখা। সেই সময়ই পরিবারের কারও কারও মনে হয় মধুর দেহে প্রাণ আছে। মেয়ে বেঁচে আছে ভেবে শুরু হয় চেঁচামেচি।

হঠাৎই ওই কিশোরীর পরিবারের মনে হয় তাদের কন্যা জীবিত রয়েছে। তড়িঘড়ি মধুকে নিয়ে দক্ষিণ দমদম পুর হাসপাতালে ছোটে বাড়ির লোকেরা। হাসপাতালের সামনে মানুষের ভিড়। তবে পুর হাসপাতালের চিকিৎসকরাও দেহ পরীক্ষা করে জানান সত্যিই দেহ নিথর। সরকারি হাসপাতালের কোনও ভুল হয়নি। যদিও পরিবারের সদস্য এবং এলাকাবাসী বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন।

Next Article