রাজ্য সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও কাজ হয়নি, অভিযোগ মহিলার
এদিকে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী।
বেনজির প্রতিবাদ শিক্ষামিত্র এবং অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষকদের। আদি গঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন প্রতিবাদীরা। ভাতার দাবি-সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার সকালে এমনই অভূতপূর্ব প্রতিবাদের ছবি দেখল কলকাতা। যদিও পরে পুলিশের ‘কাতর আর্তি’তে উঠে আসেন প্রতিবাদীরা। তবে এ জল যে বহু দূর গড়াবে, হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিকে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী।
Published on: Feb 16, 2021 12:47 PM
Latest Videos