Fire at Writers Building : মহাকরণে আগুন, পুড়ল একাধিক নথি

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 16, 2022 | 8:51 PM

Fire at Writers Building: দমকলের ডিজি জানায়িছেন, যে ঘরে আগুন লেগেছে সেখানে গুরুত্বপূর্ণ দুটি ফাইল, কম্পিউটার সব পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। এছাড়া বেশ কিছু আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Fire at Writers Building : মহাকরণে আগুন, পুড়ল একাধিক নথি

Follow Us

কলকাতা: কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা যেন বেড়েই চলেছে। এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল মহাকরণে (Fire at Writers Building)। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের অধীনস্থ এনআরআই দফতরের ঘরে এই আগুন লাগে বলে জানা যাচ্ছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভর সন্ধ্যায় বাংলার পুরনো প্রশাসনিক সদরে এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর কলকাতায়। দমকলের ডিজি ডিজি রণবীর কুমার জানায়িছেন, যে ঘরে আগুন লেগেছে সেখানে গুরুত্বপূর্ণ দুটি ফাইল, কম্পিউটার সব পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। এছাড়া বেশ কিছু আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। 

ঘটনাস্থলে এসেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদী। কিন্তু, অগ্নি নির্বাপন যন্ত্র থাকার পরেও কেন ঘটল এ ধরনের ঘটনা? অভিযোগ, কাজ করছিল না অগ্নি নির্বাপন যন্ত্র। সে কারণেই বাগে আনা যায়নি আগুন। এদিকে এ ঘটনা ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। মহাকরণে এসেছেন ফরেনসিক বিভাগের আধিকারিকরাও। সূত্রের খবর, এদিন সন্ধ্যা ৬ টায় নাগাদ প্রথম আগুন লাগার কথা জানা যায়। প্রায় দেড় ঘণ্টা পর ৭টা ৩৫ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। দমকল সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ঘরে ল্যাপটপ খোলা ছিল। ল্যাপটপ শর্ট হয়ে গিয়ে কোন ভাবে আগুন লাগতে পারে।

Next Article