কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশে থাকা নিরাপত্তার ঘোরাটোপ পেরিয়ে রবিবার প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাঁকে কালীঘাট পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে মমতার বাড়ির চত্বরে নিরাপত্তাও বাড়ানো হয়। সেই নিরাপত্তা নিয়েই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি উল্লেখ করেন, বিজেপির অনুষ্ঠানে নিরাপত্তা চাইলেও পাওয়া যায় না, অথচ কালীঘাটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। দিলীপ ঘোষের মতে, একজন লোক ঢুকে পড়েছেন বলে এত হইহই করার কোনও প্রয়োজন নেই।
সোমবার বিজেপির সকালে নিউটাউনের ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, কালীঘাটের নিরাপত্তা দিতে গিয়ে সব পুলিশ লাগিয়ে দেওয়া হয়, অথচ রাজ্যে নিরাপত্তা পাওয়া যায় না। আমাদের অনুষ্ঠানে পুলিশ পাওয়া যায় না। কটাক্ষ করে তিনি বলেন, আমি জানিনা কী করে ঢুকল, কিন্তু একটা লোক ঢুকে পড়েছেন, তার জন্য এত হইহই পড়ে গিয়েছে! মনে হচ্ছে, আরডিএক্স ঢুকিয়ে দিয়েছে। তাঁর কথায়, নিরাপত্তার এত বাড়াবাড়ি দেখে মনে হচ্ছে, কালীঘাটটাকে তুলে নিয়ে চলে গিয়েছে। দিলীপ ঘোষ বলেন, ‘নিশ্চয়ই কোটি কোটি টাকার সম্পত্তি আছে তাই এত ভয়।’
একই সঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ের দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, কিছুদিন আগে আমাদের বিরোধী দলনেতার গাড়িতে ট্রাক ধাক্কা মারল, সেটা নিয়ে কারও মাথাব্যাথা দেখলাম না।
রবিবার ভোরে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকেছিলেন। কী ভাবে সকলের নজর এড়িয়ে এই ব্যক্তি ঢুকলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। কালীঘাট থানায় ওই ব্যক্তিকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। কারও গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশ কর্তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। ঘটনার তদন্ত চলছে।