Dilip on Shamik: ডাক পাননি সায়েন্স সিটিতে, শমীকের পদপ্রাপ্তিতে কী বললেন দিলীপ
Dilip on Shamik: দিলীপ এদিন উল্লেখ করেন, তিনি যখন বঙ্গ বিজেপিতে সক্রিয় হন, সেই সময় দলের স্টেট জেনারেল সেক্রেটারি ছিলেন শমীক ভট্টাচার্য। পাশাপাশি সেই সময় বিধায়কও ছিলেন তিনি।

দুর্গাপুর: দীর্ঘদিন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। তবে বৃহস্পতিবার যখন সায়েন্স সিটিতে শমীক ভট্টাচার্যের নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হচ্ছে, তখন সেখানে উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। সূত্রের খবর, আমন্ত্রণ পাননি তিনি। তবে শমীক ভট্টাচার্য ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন দিলীপকে। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সংগঠন যোগ্যতা অনুযায়ীই কাজ দিয়েছে।’
দিলীপ এদিন উল্লেখ করেন, তিনি যখন বঙ্গ বিজেপিতে সক্রিয় হন, সেই সময় দলের স্টেট জেনারেল সেক্রেটারি ছিলেন শমীক ভট্টাচার্য। পাশাপাশি সেই সময় বিধায়কও ছিলেন তিনি। যেহেতু একসঙ্গে দুটি পদে থাকা যায় না, তাই দিলীপ ঘোষকে জেনারেল সেক্রেটারি পদ দেওয়া হয়।
দিলীপ বলেন, উনি ভাল বক্তা, পড়াশোনা করেন। বিতর্কে যুক্তি দিয়ে কথা বলতে পারেননি। দল মনে করেছে যাতে বেশি লাভ হবে, সেটাই করেছে। দিলীপের দাবি, শমীক কখনও রাজ্য সভাপতি না হলেও সংগঠন সম্পর্কে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পর থেকে ধীরে ধীরে দলের সঙ্গে দিলীপে দূরত্ব একটু একটু করে বেড়েছে। প্রধানমন্ত্রী মোদীর কর্মসূচি থেকে শুরু করে অমিত শাহের মিটিং কোথাও দেখা যায় না তাঁকে। লোকসভা ভোটে হেরে সাংসদ পদও খুইয়েছেন তিনি।
