Dilip Ghosh: ‘পুজোয় বাড়িতে সময় দিন’, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের এবার অনুরোধ দিলীপের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 02, 2022 | 11:05 AM

Dilip Ghosh: এবার আন্দোলনকারীদের পুজোর সময় বাড়ি যাওয়ার অনুরোধ বিজেপি নেতা তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলায়।

Dilip Ghosh: পুজোয় বাড়িতে সময় দিন, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের এবার অনুরোধ দিলীপের

Follow Us

কলকাতা: আজ সপ্তমী। দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে।কিন্তু চাকরি প্রার্থীরা নিজেদের হকের লড়াইয়ে এখনও পথে। খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার তাঁদের পরামর্শ দিয়েছেন পুজোর সময় ধর্না ছেড়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে। এবার আন্দোলনকারীদের পুজোর সময় বাড়ি যাওয়ার অনুরোধ বিজেপি নেতা তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলায়।

দিল্লি যাওয়ার পূর্বে কলকাতা বিমান বিন্দরে রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘তারা যে দাবি নিয়ে আন্দোলন করছে তাদের ১০০ ভাগ অধিকার আছে আন্দোলন করার সেই দাবি মেটানো সরকারের দায়িত্ব। আমার বক্তব্য হচ্ছে পুজো এসে গেছে আন্দোলন চলতে থাকবে। বাংলায় সারা বছর আন্দোলন হয়। এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলন করছে। পুজোর কটা দিন বাড়িতে গিয়ে পুজোতে সময় দিন। কারণ আমরা জানি যে রাজত্বে বাস করছি সেখানে অধিকার ন্যায় পাওয়াটা মুশকিল। পরে আবার জোরদার আন্দোলন হবে।’

উল্লেখ্য, কয়েকদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিপ্রার্থীদের অনুরোধ করে বলেন, ‘সরকারের ওপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করে নিন। পুজোর সময় বাড়ি ফিরে যান। পরিবারের সঙ্গে সময় কাটান।’ সেই একই সুর শোনা গেল গতকাল শোনা যায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। তৃণমূল নেতা বলেন, ‘এসএসসির হাতে নতুন করে কিছু করার নেই। কয়েকদিন আগেই তারা আদালতকে জানিয়েছে বিতর্কিত প্রার্থী বাদ দিয়ে সকলকে নিয়োগ করতে চায়। ফলত এসএসসি প্রস্তুত। এখন আদালত নির্দেশ দিলেই এসএসসি নিয়োগ শুরু করবে। এখন আদালতের আদেশের অপেক্ষা। তাই এই উৎসবের দিনে যাঁরা ধর্না মঞ্চে রয়েছেন তাঁদের কাছে আমাদের অনুরোধ এসএসসি যখন তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। শিক্ষামন্ত্রী যখন সাংবাদিক বৈঠক করেছেন। পুজোর পরে আমরা আশাবাদী যে নিয়োগ শুরু হতে পারে। এখন এসএসসি কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করছে।’ এরপর আজ বিজেপি নেতা আন্দোলনকারীদের অনুরোধ করেন পুজোর সময় পরিবারকে সময় দিতে।

Next Article