কলকাতা: রীতিমতো যোগদান মেলা করে নতুন সদস্যদের দলে স্বাগত জানাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই শাসকদল ভেঙে গেরুয়া শিবিরে ভিড়েছেন একাধিক হেভিওয়েট নেতা। জল্পনা রয়েছে বেশ কিছু বিধায়ক, কাউন্সিলরের নাম নিয়েও। এরইমধ্যে দলবদল নিয়ে গুরুতর অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, কেউ বিজেপিকে যোগ দিলেই তাঁর উপর হিংস্র হামলা করা হচ্ছে। সেই চিন্তা থেকেই অনেকে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন। একইসঙ্গে তিনি জানান, প্রিভিলেজ কমিটির বৈঠকে তাঁদের সাংসদ শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন, দিল্লি গেলেই তাঁর ঠাকুরনগরের বাড়িতে হামলা করে পুলিস। লোকজনকে মারধর করে।
সংসদের প্রিভিলেজ কমিটির বৈঠক সেরে এদিন সকালেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন দিলীপ ঘোষ। বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেক লোকই অনেক দিন ধরে বলছেন বিজেপিতে আসবেন। যোগদানের জন্য অনেকেই আছেন। তবে যোগ দিলেই যেহেতু তাঁদের উপর হিংস্র হামলা হচ্ছে, সে জন্য তাঁরা চিন্তার মধ্যে আছেন। তবে কাউকে কেউ আটকে রাখতে পারবে না।”
আরও পড়ুন: ডিএসডিএ’র চেয়ারম্যান পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে
দিলীপ ঘোষ জানান, তিন সাংসদের বক্তব্য শোনাই মূলত প্রিভিলেজ কমিটির বৈঠকের লক্ষ্য ছিল। এর মধ্যে একজন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু বৈঠকে অভিযোগ তোলেন, বারবার তিনি এবং তাঁর পরিবার পুলিসি হেনস্তার শিকার হচ্ছেন। দিলীপের কথায়, শান্তনু জানিয়েছেন তিনি দিল্লি গেলেই বাড়িতে পুলিস গিয়ে হামলা করে। তাঁর লোকজনকে মারধর করে। চালককে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসায়। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমরা শান্তনুর সব অভিযোগই শুনলাম। সেগুলি নিয়ে এবার আলোচনা হবে।” একইসঙ্গে গুন্টুরের সাংসদ জয়দেব গাল্লার অভিযোগও শোনা হয়েছে এই বৈঠকে।