ডিএসডিএ’র চেয়ারম্যান পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে, বসলেন অখিল গিরি

এবার সেই পদে বসলেন অখিল গিরি।

ডিএসডিএ'র চেয়ারম্যান পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে, বসলেন অখিল গিরি
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 12, 2021 | 2:39 PM

পূর্ব মেদিনীপুর: দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) চেয়ারম্যান পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে। এবার সেই পদে বসলেন অখিল গিরি। শিশির অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে TV9 বাংলাকে তিনি জানান, তাঁর কাছে এরকম কোনও নির্দেশ এখনও আসেনি। সংবাদমাধ্যম সূত্রে খবরটি পেয়েছেন। অন্যদিকে অখিল গিরি জানিয়েছেন, “আমি শুনেছি। হাতে কোনও চিঠি এখনও পাইনি।” অধিকারী বনাম শাসকদলের তরজা এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে চলেছে , এমনটাই মনে করছে রাজনৈতিকমহল।

আরও পড়ুন: শিশির-অপসারণের পর এবার বদল তমলুক, এগরার পুরপ্রশাসক

সূত্রের খবর, পুর ও নগরোন্নয়ন দফতর থেকে সোমবার রাতে একটি নির্দেশনামা পাঠানো হয়েছে। যার সারমর্ম, পূর্ব মেদিনীপুরে অধিকারীদের প্রধান বিরোধী বলে পরিচিত দুই মুখকে তুলে আনল শাসকদল। একজন অখিল গিরি, অন্যজন তরুণ জানা। শিশির অধিকারীকে সরিয়ে ডিএসডিএ’র চেয়ারম্যান করা হয়েছে অখিলকে। অন্যদিকে ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা।

শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরই ধীরে ধীরে নিজেকে তৃণমূল থেকে সরিয়ে রাখছিলেন শিশির অধিকারী। অসুস্থতার কারণে একের পর এক দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকছিলেন। এরইমধ্যে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে সরানোর পর শিশিরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এসবের মধ্যেই এদিন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের শীর্ষ পদ থেকে অপসারণ করা হল তাঁকে। এরইসঙ্গে উস্কাল নতুন প্রশ্ন, এবার কি তবে পাকাপাকিভাবেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক সাঙ্গ করবেন অধিকারী পরিবারের কর্তা।