শিশির-অপসারণের পর এবার বদল তমলুক, এগরার পুরপ্রশাসক

একইসঙ্গে কাঁথি পুরসভায় আনা হল অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি, মামুদ হোসেন ও রত্নদীপ মান্নাকে।

শিশির-অপসারণের পর এবার বদল তমলুক, এগরার পুরপ্রশাসক
বাঁদিকে শঙ্কর বেরা। ডানদিকে স্বপন নায়ক।
Follow Us:
| Updated on: Jan 12, 2021 | 1:56 PM

পূর্ব মেদিনীপুর: মঙ্গলের সকালে একের পর এক বদল অধিকারী গড় পূর্ব মেদিনীপুরে। প্রথমে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে। তারপরই বদলানো হল তমলুক ও এগরা পুরসভার প্রশাসক। তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর বেরার বদলে এগরার পুরপ্রশাসক হলেন স্বপন কুমার নায়েক। যিনি প্রাক্তন পুরপ্রধান, বর্তমান পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। অন্যদিকে তমলুকের প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেনকে সরিয়ে প্রশাসক করা হল পুরসভার প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট দীপেন্দ্র নারায়ণ রায়কে। একইসঙ্গে কাঁথি পুরসভায় আনা হল অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি, মামুদ হোসেন ও রত্নদীপ মান্নাকে।

১১ জানুয়ারি ২০২১ তারিখে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শঙ্কর বেরার পরিবর্তে এবার থেকে এগরা পুরসভার প্রশাসক পদ সামলাবেন স্বপন নায়েক। একইসঙ্গে বোর্ডে থাকবেন প্রাক্তন পুরপ্রধান ও প্রাক্তন কাউন্সিলর তপনকান্তি কর, প্রাক্তন কাউন্সিলর তপন হাতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং এগরা বিধানসভার প্রাক্তন বিধায়ক সমরেশ দাসের ছেলে পার্থসারথি দাস, প্রাক্তন কাউন্সিলর পুলিন দাস, প্রাক্তন কাউন্সিলর শিল্পা দাস, এগরা শহরের বিশিষ্ট শল্য চিকিৎসক বাদল অশ্রু ঘাটা। যদিও পুরপ্রশাসক বদল নিয়ে শঙ্কর বেরা জানান, তাঁর কাছে এখনও কোনও চিঠি আসেনি।

এগরার পুরপ্রশাসক বদলের নোটিস।

অপর একটি বিজ্ঞপ্তি জারি করে একইদিনে পুরপ্রশাসক বদল করা হয় তমলুকেরও। প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেনকে সরিয়ে প্রশাসক করা হয় পুরসভার প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট দীপেন্দ্র নারায়ণ রায়কে। প্রশাসকমণ্ডলীর সদস্য হিসাবে রাখা হয়েছে প্রাক্তন কাউন্সিলর কো-অর্ডিনেটর চন্দন প্রধান, সুব্রত রায়, শক্তিপদ ভট্টাচার্য, পৃথ্বীশ নন্দী, স্নিগ্ধা মিশ্র এবং চিত্ত মাইতিকে। নির্দেশমতো মঙ্গলবার অনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব নিলেন দীপেন্দ্র নারায়ণ রায়। ১১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বিশ্বজিৎ দত্ত বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর জায়গায় বিশিষ্ট আইনজীবী চিত্ত মাইতিকে প্রশাসকমণ্ডলীতে আনা হয়েছে।

তমলুকে নতুন পুরপ্রশাসকের সঙ্গে অন্যরা।

পাশাপাশি কাঁথি পুরসভার পরিচালকমণ্ডলীতে প্রাক্তন কাউন্সিলর পম্পা মাইতি ও শিক্ষাবিদ হাবিবুর রহমানকে সরিয়ে আনা হল তৃণমূল যুবর জেলা সভাপতি সুপ্রকাশ গিরি, তৃণমূলের কোর কমিটির সদস্য ও প্রাক্তন সহ সভাধিপতি মামুদ হোসেন এবং রত্নদীপ মান্নাকে। এই বোর্ডের প্রশাসক বদল ঘিরেই কিছুদিন আগে শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে। শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু অধিকারীকে সরিয়ে এই পুরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় সিদ্ধার্থ মাইতিকে।

এরপরই দলের সঙ্গে ফাটল বাড়তে থাকে অধিকারী পরিবারের। মঙ্গলবার সকালেই সামনে আসে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শিশির অধিকারীকে সরানো হয়েছে। সেখানে বসানো হয়েছে অখিল গিরিকে। বেলা বাড়তেই আবার তমলুক ও এগরার পুরপ্রশাসক বদলের খবরে চাপানউতর শুরু জেলায়। প্রশ্ন উঠছে, তবে কি জেলায় শাসকদলের আরও বড় ভাঙন দেখা এখন শুধু সময়ের অপেক্ষা।