‘২ বছর আগেই…’, কীভাবে তৈরি হল ‘কানহা’! অজানা কাহিনি শ্রেয়া ঘোষাল

Shreya Ghoshal: জমকালো আয়োজন, চোখ ধাধানো রাজকীয় উপস্থাপনা, সঙ্গে হিন্দু শাস্ত্রীয় সঙ্গীতের সুর-তাল-লয়, আর সেই কলিই যদি শ্রেয়া ঘোষালের কণ্ঠ পায়, তাহলে সৃষ্টি হয় এক মায়াবি পরিবেশ। এবার তেমনটাই ঘটল বিনোদিনী সেটে।

'২ বছর আগেই...', কীভাবে তৈরি হল 'কানহা'! অজানা কাহিনি শ্রেয়া ঘোষাল
Follow Us:
| Updated on: Jan 10, 2025 | 5:05 PM

‘এ যেন সঞ্জয়লীলা ভনসালির সেট।’– নেটিজেনদের একশ্রেণি কমেন্ট বক্সে এমনই মন্তব্যে ভরিয়ে তুলছেন। জমকালো আয়োজন, চোখ ধাধানো রাজকীয় উপস্থাপনা, সঙ্গে হিন্দু শাস্ত্রীয় সঙ্গীতের সুর-তাল-লয়, আর সেই কলিই যদি শ্রেয়া ঘোষালের কণ্ঠ পায়, তাহলে সৃষ্টি হয় এক মায়াবি পরিবেশ। এবার তেমনটাই ঘটে বিনোদিনীর সেটে। ‘কানহা তোসে হৃদয় না জোরুঙ্গি’ গানের হাত ধরে। বাংলা ছবির বাজারে এখন ‘খাদান’ ঝড়। ২০২৪-এর শেষ থেকে ২০২৫-এর শুধু ছবির দাপটে লক্ষ্মী লাভ টলিপাড়ায়। আর সেই যখন তুঙ্গে, তখনই দর্শকদের মাঝে ঝড় তুললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ‘বিনোদিনী’ লুকে নজর কাড়লেন তিনি। রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে চলতি মাসের ২৩ তারিখে। আর তারই আগে বাংলার দর্শকদের মুগ্ধ করল এই ছবির প্রথম গান ‘কানহা তোসে হৃদয় না জোরুঙ্গি’।

অহীন্দ্র মঞ্চে লাইভ পারফরমেন্সের মাধ্যমে সকলের সামনে বিনোদিনী লুকে ধরা দেন রুক্মিনী, মুক্তি পায় ছবির প্রথম গান। যা দেখে মুগ্ধ আট থেকে আশি। ছবির পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের কথায়, “বাংলার নাট্যমঞ্চের স্টার নটী বিনোদিনীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁর চেতনা এবং অধ্যবসায় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। এই গানে রুক্মিণীকে অপূর্ব লাগছিল এবং আমি নিশ্চিত যে আমার দর্শকেরা এই চরিত্রের তাঁর সুন্দর অভিনয় পছন্দ করবেন নিশ্চয়ই।”

গায়িকা শ্রেয়া ঘোষাল প্রথম থেকেই এই ছবি নিয়ে ছিলেন বিশেষ আগ্রহী। ২ বছর আগেই পেয়েছিলেন এই ছবির খবর। ‘কানহা’ গানের গায়িক বললেন, “প্রায় দু’বছর আগে, যখন রাম কমল মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি তাঁর প্রথম বাংলা ফিচার ফিল্ম বিনোদিনী বানাচ্ছেন, আমি খুব খুশি হয়েছিলাম। সুরেন্দ্র-সৌম্যজিতের এই হিন্দু শাস্ত্রীয় রচনা আমাকে মুগ্ধ করেছে। আমার এখনও মনে আছে আমরা মুম্বইয়ে যশরাজ স্টুডিওতে রেকর্ডিং করছিলাম, আর দাদা (রামকমল) কলকাতায় শুটিং করছিলেন। রেকর্ডিংয়ের পরে, যখন আমি জিজ্ঞাসা করি যে, গানটি কে লিখেছেন, সৌরেন্দ্র-সৌম্যজিৎ জানান, রাম কমল মুখোপাধ্যায় লিখেছেন। আমি খুব অবাক হয়েছিলাম যে, ভাষার উপর তাঁর এমন দখল!”

এখানেই শেষ নয়, শ্রেয়া আরও বলেন, “বিনোদিনী দাসী, একটি আইকনিক চরিত্র, যিনি প্রায় ১৫০ বছর আগে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি আজও থিয়েটারের রানি হিসাবে পূজিত হন। তাঁর অভিনয় দক্ষতা দেখে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তাঁকে আশীর্বাদ করেছিলেন। এই গানের উপস্থাপনা এতসুন্দরভাবে রুক্মিনী করেছেন, ওকে অনেক শুভেচ্ছা৷ ‘কানহা তোসে হৃদয় না জোরুঙ্গি’-এ বিবরণ এবং আবেগের আবেশে শ্রোতাদের বিস্মিত করবেই৷”

দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস দ্বারা উপস্থাপিত এবং প্রমোদ ফিল্মস এবং অ্যাসোর্টেড মোশন পিকচার্স দ্বারা যৌথভাবে প্রযোজিত, ‘বিনোদিনী – একতি নাতির উপাখ্যান’ ২৩ জানুয়ারী, ২০২৫-এ বড় পর্দায় আসতে চলেছে। ইতিমধ্যেই ছবির প্রচারে ব্যস্ত গোটা টিম, সাজ পোশাক পাল্টেছে নায়িকা রুক্মিনী, এখন দেখার বক্স অফিস ঝড় অব্যহত রেখে দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে টিম বিনোদিনী।