Kharagpur IIT: সকাল থেকে বন্ধ ছিল দরজা, কেমিস্ট্রি বিভাগে যাঁর এত নামডাক, তাঁকেই কিনা এভাবে… খড়্গপুর আইআইটি-তেই এই অনাকাঙ্খিত দৃশ্য দেখে স্তম্ভিত সকলেই
Kharagpur IIT: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সামালি গ্রামে বাড়ি সাকির আলির। খড়গপুর আইআইটিতে ২০২২ সালের ডিসেম্বর মাসে কাজে যোগ দিয়েছিলেন তিনি।
খড়্গপুর: খড়গপুর আইআইটি-তে অস্বাভাবিক মৃত্যু! কেমিস্ট্রি বিভাগের জুনিয়র টেকনিশিয়ন তথা জুনিয়র ল্যাবরেটরি সহায়কের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাকির আলি মোল্লা (২৯)। ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান সহকর্মীরা। খবর দেওয়া হলে হিজলি ফাঁড়ির পুলিশ যায় ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সামালি গ্রামে বাড়ি সাকির আলির। খড়গপুর আইআইটিতে ২০২২ সালের ডিসেম্বর মাসে কাজে যোগ দিয়েছিলেন তিনি। আইআইটি-র ক্যাম্পাসের কোয়ার্টারেই থাকতেন তিনি। শুক্রবার সকাল থেকেই তাঁকে দেখতে পাওয়া যাচ্ছিল না। সহকর্মীরা তাঁকে খুঁজতে গেলে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে পুলিশ এটাকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।
ঠিক কী কারণে এই আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয় কারোর কাছেই। বিষয়টি খতিয়ে দেখছে আইআইটির সিকিউরিটি এবং পুলিশ। সাকিরের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে খড়্গপুর আইআইটি-তে একাধিক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল। উঠেছিল একাধিক প্রশ্ন। এবার কোয়ার্টারে এক কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।